প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ৪:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৫, ৯:৫৩ এ.এম
পীরগাছায় পান চাষ করে সফলতা অর্জন করেছে
শাহ মোঃ জাহিদ হোসেন ( রংপুর জেলার প্রতিনিধি)
রংপুর জেলার পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের বাসিন্দা জনাব মোঃ শহিদুল ইসলাম। সে স্নাতক ডিগ্রী পাশ করার পর অনেক চেষ্টা করেও কোন চাকরির সন্ধান পায় নাই। অবশেষে সে সিদ্ধান্ত নেয় তার বাবা ও দাদারা পান চাষি ছিলেন। সে বাধ্য হয়ে বাবার এই পান চাষ পেশাকেই বেচে নেন।প্রথমে সে এক বিঘা জমিতে পান চাষ করে একবছরে বেশ ভালো লাভবান হয়েছে।পরের বছর থেকে আরো দুই বিঘা জমিতে পান চাষ শুরু করেন। এখন তার মোট পান চাষের জমির পরিমান তিন বিঘা। তার এই পানের বরে ১০/১২ জন লোক কাজ করে নিজের সংসার চালাচ্ছে। এখন সে নিজেই সয়ং সম্পুর্ন এবং একজন সফল পান চাষি।তার মনের একটা কষ্ট প্রকাশ করেছে এ পর্যন্ত কৃষি মন্ত্রনালয় থেকে কোন প্রকার সাহায্য সহোযোগিতা পায় নাই। যদি কৃষি মন্ত্রনালয় থেকে সাহায্যে সহযোগিতা পাইতো তাহলে আরো জমির পরিমান বাড়াতে পারতো।আসুন সবাই মিলে চাকরি নামের সোনার হরিনের পিছনে না ঘুরে সবাই মিলে পান চাষ করে বেকারত্বের অভিশাপ নামটি জীবন থেকে মুছে ফেলি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত