খুলনায় অনুর্ধ্ব-১৮ জাতীয় নারী ক্রিকেট টি-টুয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
মঙ্গলবার, ২০ মে, ২০২৫
-
১
বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেনঃ- স্টাফ রিপোর্টার
প্রথমবারের মতো খুলনায় অনুর্ধ্ব-১৮ জাতীয় নারী ক্রিকেট টি-টুয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান আজ (মঙ্গলবার) সকালে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, খেলাধুলার মাধ্যমে দেশকে বিশে^র দরবারে তুলে ধরা সম্ভব। আমাদের দেশে নারীদের ক্রিকেট খেলা দেরিতে শুরু হলেও তা উন্নতি হয়েছে দ্রুত সময়ে। তারা দেশের জন্য পুরুষ ক্রিকেটারদের ন্যায় অনেক সুনাম নিয়ে এসেছে। মেয়েদের অনেক বাঁধা বিপত্তি আছে কিন্তু তাদের দৃঢ়তার সাথে দাঁড়াতে হবে। নতুন প্রজন্মের খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমানে যারা জাতীয় টিমে আছে তাদের অনুসরণ করতে হবে। খেলাধুলায় জয়পরাজয় থাকবেই, তবে তাদের মনোবল ধরে রাখতে হবে। ক্রীড়ামোদীরা হয় মানসিকভাবে দৃঢ়, শক্তিশালী ও উদার। শিশু-কিশোরদের খেলার মাঠে ফেরাতে অভিভাবক ও শিক্ষকদের পাশাপাশি সচেতন ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। যারা অগ্রজ খেলোয়াড় তাদের সর্বদা অনুজ খেলোয়াখেলাধূলা সম্পর্কে পরার্মশ দেওয়ার আহবান জানান প্রধান অতিথি। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা ক্রীড়া সংস্থার উপপরিচালক মোঃ আবুল হোসেন, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, যুব উন্নয়ন দপ্তরের উপপরিচালক মোঃ মোস্তাক উদ্দীন, ক্রীড়া সংস্থার সদস্য অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম জাকির প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় খুলনা বিভাগ, রংপুর বিভাগের এবং বেলা দুইটায় রাজশাহী বিভাগ ও সিলেট বিভাগের মোকাবেলা করেছে। উদ্বোধনী খেলায় খুলনা বিভাগ জয় অর্জন করে। আগামী ২৯ মে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন