প্রিন্ট এর তারিখঃ মে ১৯, ২০২৫, ৮:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৫, ১০:০২ এ.এম
পাঁচ লাখ টাকা জরিমানা ও ১৪দিনের বিনা শ্রম কারাদণ্ড, মোবাইল কো ট এর অভিযানে
আজ ১৯শে মে রোজ সোমবার, ১২:৩০ মিনিটে, গোপন সূত্রের খবর পেয়ে, মোঃ তারিকুল ইসলাম, সহকারী কমিশনার, এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট, নেতৃত্বে, রয়েল টোবাকো কোম্পানি গোদনাইল, সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ অভিযান চালান,।।।।।।।।।।।। অভিযানে আরও ছিলেন, দশের কর্মকর্তা, সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা, আনসারসহ সাংবাদিকবৃন্দ,,, গোপন সূত্রে খবর পেয়ে, জেলা প্রশাসক কার্যালয়ের নেতৃত্বে, রয়াল টোবাকো কোম্পানিতে, অভিযানে, জব্দ করেন চৌদ্দ হাজার পিস সিগারেট, ও রিইউজড, স্ট্যাম্প, ২১ লক্ষ,,,,,,,,,,,,,,,,,,, মোঃ সাইফুল ইসলাম, 40, পিতা মৃত্যু,ইসমাইল, কোম্পানির ম্যানেজার,, ২০-২৫ সালের, ১৯/৫ তারিখে রায়ে, ২০-২৫ সালের, ১৬/২০২৫ নম্বর মামলা, দন্ডবিধ ১৮৬০ সনের, ২৬২ ধারায় দোষী হওয়ায়, ৫ লক্ষ টাকা, অর্থদণ্ড, এবং ১৪ দিনের বিনা শ্রম কারাদণ্ড দণ্ডিত করা হয়,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, সাক্ষী গনের নাম,১, মোঃ আবু বক্কর, পিতা ইস্কান্দর গাজী, ঠিকানা দুই নম্বর গোদনাইল, সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ,২, মোঃ ইমরান, পিতা হায়দার আলী, দুই নম্বর , গোদনাইল, সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ।।,,,,, পরবর্তীতে জনসাধারণের সামনে রেখে, মোহাম্মদ তারিকুল ইসলাম সহকারী কমিশনার, আগুন দিয়ে পুড়ে জ্বালিয়ে দেয় পুরনো রিইউজড, স্ট্যাম্প। সংবাদদাতা, নারায়ণগঞ্জ জেলার প্রতিনিধি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত