প্রিন্ট এর তারিখঃ মে ১৯, ২০২৫, ৮:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৫, ৯:৫৯ এ.এম
নন্দীগ্রামে এমএইচ কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় বিচার দাবিতে বিক্ষোভ করেছে এমএইচ কলেজ ছাত্রদল। সাম্য হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি পালন করা হয়৷গতকাল রোববার বিকেলে মনসুর হোসেন ডিগ্রি কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। কলেজ ছাত্রদল সভাপতি ফিরোজ আহমেদ শাকিলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আরএইচ নুরনবী। সাম্য হত্যায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি নবীর শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন শেহজাদ, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল হোসেন, পৌর ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মাহাবুব হোসেন, ছাত্রদল নেতা আফিফ হাসান, জান্নাত হোসেন, মারুফ আহমেদ, রাশেদুল ইসলাম, রাব্বী হাসান, বায়েজিদ, সাব্বির আহমেদ, বেলাল হোসেন, নাইমুর রহমান, রাকিব হাসান, জহুরুল ইসলাম, রাকিবুল, নাজমুল হাসান, সিহাব আহমেদ প্রমূখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত