প্রিন্ট এর তারিখঃ মে ১৭, ২০২৫, ৮:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০২৫, ১১:০২ এ.এম
হিজলায় কোস্টগার্ড ও মৎস্য যৌথ অভিযানে ১ কোটি পিচ চিংড়ির রেনু আটক
হিজলা প্রতিনিধি- আলমগীর হোসাইন
বরিশালের হিজলা উপজেলায় কোস্টগার্ড ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে প্রায় ১ কোটি ২ লক্ষ পিচ চিংড়ির রেনু পোনা আটক করা হয়েছে।শুক্রবার দিবাগত রাত ৩ টার সময় উপজেলার দূর্গাপুর লঞ্চঘাট নামক এলাকার মেঘনা নদীতে নিয়মিত টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ রেনু পোনা আটক করা হয়।এছাড়াও রেনু পোনা বহনকারী একটি ট্রলার জব্দ ও রেনু পাচারকারী মো. স্বপন (৩২) এবং আলআমিন (২২ কে আটক করা হয়েছে।হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আলমের নির্দেশে আটক চিংড়ির রেনু পোনা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।আটক ২ জনকে মুসলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রসিদ এক প্রেস লিস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে।যার ফলে কোস্টগার্ড উপকূলীয় এবং নদীর তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে।কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত