প্রিন্ট এর তারিখঃ মে ১৭, ২০২৫, ৪:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৫, ১২:১৮ পি.এম
মান্দায় পারিবারিক বিরোধে মা-মেয়ে আহত, থানায় অভিযোগ
আলামিন হোসেন(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা ও মেয়ে আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার কোঁচড়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আহতরা হলেন—কোঁচড়া উত্তরপাড়া গ্রামের প্রবাসী মোকলেছার রহমানের স্ত্রী রিনা বিবি (৩৫) ও তাদের মেয়ে সুমাইয়া আক্তার অন্তরা (১৭)।চিকিৎসাধীন রিনা বিবি জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় তিনি মেয়ে ও ছেলেকে নিয়ে বাড়িতে থাকেন। স্বামীর অনুপস্থিতিতে দেবর এমদাদুল হক ও তার স্ত্রী সাবিনা খাতুনের সঙ্গে পারিবারিক বিরোধ চলে আসছিল।রিনা বিবির অভিযোগ, বৃহস্পতিবার সকালে দেবর এমদাদুল, তার স্ত্রী সাবিনা ও মেয়ে নিপা মিলে তাকে মারধর করেন। তার চিৎকার শুনে মেয়ে অন্তরা এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। হামলাকারীরা ঘরের ওয়্যারড্রোব ভেঙে ২ লাখ ৫০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যান। এছাড়া একটি টার্চফোনও ভাঙচুর করা হয়।অভিযুক্ত এমদাদুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত