জামালগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানে জেলা ছাত্রলীগ নেতা ও কৃষক লীগ নেতা গ্রেপ্তার
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শুক্রবার, ১৬ মে, ২০২৫
-
২
বার পড়া হয়েছে

শংকর ঋষি সুনামগঞ্জ জেলা প্রতি নিধি
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা ছাত্র লীগের উপ-ছাত্র বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুর রহমান শেরন (৩৬) কে গ্রেপ্তার করা হয়েছে।জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই পঙ্কজ ঘোষ, এসআই সুপ্রাংশু দে দিলু, এএসআই গোলাম কিবরিয়া, এএসআই সুমন চন্দ্র দেবসহ সঙ্গীয় ফোর্স শুক্রবার (১৬ মে) সকাল ১০ টার দিকে উপজেলার চান্দের নগর গ্রামে ফয়জুর রহমান শেরনের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন।গ্রেপ্তারকৃত ফয়জুর রহমান শেরন জামালগঞ্জ উপজেলার চান্দের নগর গ্রামের লাল মিয়ার ছেলে।থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ফয়জুর রহমান শেরন এর বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে। তাকে বিধি মোতাবেক আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন