1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল হিজলায় ঝন্টু বেপারীর বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকদের নামে মামলা নবনির্বাচিত বগুড়া প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মানবাধিকার অ্যাসোসিয়েশনে নেতৃবৃন্দরা বরিশাল হিজলা উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান ঝিনাইগাতী ইউএনও’র হস্তক্ষেপে দুই গৃহহীন পরিবারের মাথাগোঁজার ঠাই হলো গুচ্ছ গ্রামে শেরপুরের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজারে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বৃক্ষমেলা উপলক্ষ্যে গঠিত প্রচার উপকমিটির সভা অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানার নেতৃত্ব বৃন্দু

খুলনায় বিএনপির তারুণ্যের সমাবেশ শনিবার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র লক্ষ্যে খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে বিএনপির তারুণ্যের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে শনিবার (১৭ মে) গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ধারাবাহিকতায় দেশের তরুণদের শক্তিকে কাজে লাগাতে খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে এ সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত থাকবেন। খুলনা ও বরিশাল বিভাগের তরুণ নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেবেন। এদিকে সমাবেশকে ঘিরে নগরজুড়ে বিএনপির রাজনৈতিক অঙ্গনে বইছে উৎসবের আমেজ। পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে পুরো শহর। কর্মসূচিকে কেন্দ্র করে দিনভর মাইকিং ও বিলবোর্ড টানানো হয়েছে বিভাগজুড়ে। দলীয় সূত্র জানিয়েছে, ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র এই সমাবেশে হবে তরুণদের মহামিলন। এখানে সমবেত হবেন দেশের নানা শ্রেণি-পেশা, বিশ্বাস, মতাদর্শ ও সামাজিক পটভূমি থেকে উঠে আসা তরুণ-তরুণীরা। যারা স্বপ্ন দেখেন একটি আধুনিক, ন্যায্য ও মানবিক বাংলাদেশের। তাদের সঙ্গে থাকবেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা। বিগত ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, বাকস্বাধীনতা ফিরে পাওয়া এবং হারানো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দৃশ্যমান ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রামে সক্রিয় থেকেছে এই তরুণরাই। শনিবারের সমাবেশের মাধ্যমে তারা আবারও একাত্মতা প্রকাশ করবে। এই সমাবেশ থেকেই তারুণ্যের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করছে আয়োজকরা। বর্তমানে দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। গেল জুলাই-আগস্টে গণআন্দোলনের নেতৃত্বেও ছিলেন তরুণরাই। দেশের বিভিন্ন খাতে এখনো তরুণদের পুরোপুরি যুক্ত করা সম্ভব হয়নি। বিএনপি তরুণদের মেধা, জ্ঞান ও স্বপ্নকে ধারণ করতে চায়, এবং প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা দিয়ে দেশের উন্নয়নে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশ দেশের রাজনৈতিক ইতিহাসে প্রথম কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে একটি যুগান্তকারী কর্মসূচি। এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা ও নেতৃত্বের একটি উজ্জ্বল নিদর্শন। শুক্রবার (১৬ মে) দুপুরে খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন বলেন, খুলনার ইতিহাসের সর্ববৃহৎ তারুণ্যের সমাবেশ আমরা খুলনাবাসী ও বরিশালবাসীর সমন্বয়ে পুরো দেশবাসীকে উপহার দেব। সমাবেশে মানুষের ঢল নামবে। তারেক রহমানের নির্দেশনায় তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা একতাবদ্ধ। খুলনা জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী শহীদুল ইসলাম বাংলানিউজকে বলেন, সমতা, সাম্য ও মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে তারেক রহমানের ৩১ দফার আলোকে তরুণদের ভাবনায় আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে। এই বাংলাদেশ হবে এমন একটি রাষ্ট্র, যেখানে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান থাকবে সবার নাগালে। ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করে মানবিক বাংলাদেশ বিনির্মাণে তরুণরা অগ্রণী ভূমিকা পালন করবে। বিএনপি তরুণদের ঐক্যবদ্ধ করে ফ্যাসিবাদি প্রথা বিলুপ্ত করে একটি আধুনিক ও বাসযোগ্য বাংলাদেশ গঠনে বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট