আগৈলঝাড়ায় হিজড়া দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫!
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শুক্রবার, ১৬ মে, ২০২৫
-
৬
বার পড়া হয়েছে

মোঃ আবু ছালেহ বিপ্লব //বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান //
বরিশালের আগৈলঝাড়ায় এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হিজড়াদের দু—গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে ৫জন। গুরুতর আহত ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।উভয়পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে বাকাল ও রাজিহার ইউনিয়নে টাকা উত্তোলন করার কথা পায়েল হিজরা দল। অন্যদিকে বাকাল, বাগধা ও গৈলা ইউনিয়নে টাকা উত্তোলন করবে রিনা হিজড়ার দলগতকাল বৃহস্পতিবার সকালে বাকাল ইউনিয়নে গোবিন্দ মন্দিরে যায় পায়েল হিজড়ার দল। এসময় তাদের বাঁধা দেয় রিনা হিজড়ার দল। এনিয়ে দু— পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায় সংঘর্ষে উভয় পক্ষের রিনা হিজড়া, শাহীনুর, ফিরকী ও শাহনাজ হিজড়াসহ ৫জন আহত হয়েছে। এদের মধ্যে আহত চারজন হিজড়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পায়েল হিজড়া জানান, আগে ইউনিয়ন ভাগ করা থাকলেও ৫ আগস্টের পরে সেই ভাগ এখন আর কেউ মানে না। আমরা একটি অনুষ্ঠানে যাওয়ার পথে আমাদের সাথে থাকা ঢোল কেড়ে নিয়ে আমাদের মারধর করে রিনা হিজড়ার দল। রিনা হিজড়া জানান, বাকাল ইউনিয়ন আমার এড়িয়া। এখানে পায়েল হিজড়ার দল আমার এলাকায় আসায় তাদের সাথে হামলা—সংঘর্ষের ঘটনা ঘটে।এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বরিশাল ডট নিউজ কে জানান, হিজড়াদের দুই পক্ষের মধ্যে হামলা—সংঘর্ষের ঘটনা ঘটেছে। থানার এসআই সোহরাব হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।এক্ষেত্রে ঘটনাস্থল থেকে শাহিনুর শাহনাজ ও ফিরকিতাদের তিনটে মোবাইল মোট ৫৫ হাজার টাকা ও দুটি কানের দুল কেড়ে নেওয়া হয়।
মোঃ আবু ছালেহ বিপ্লব
বরিশাল বিভাগীয় প্রধান
মোবাইলঃ০১৭১৩-৪২৯৮৬৩
১৫ই মে-২০২৫খ্রী.
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন