1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শনিবার, ১৪ জুন ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ইয়াবার করাল গ্রাস: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিরুদ্ধে মান্থলি তোলার অভিযোগ জুলাই-বিপ্লবের পরে এখন আত্মশুদ্ধির সময় এসেছে -তথ্য ও সম্প্রচার সচিব ঈদের আগের দিনেই কারামুক্তি, এরপর থেকেই তাণ্ডব ভারতের আহমেদাবাদে ভেঙ্গে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানটির এক ব্রিটিশ যাত্রী জীবিত রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ নেশার টাকা না পেয়ে বাবা মাকে পেটাল নেশাগ্রস্ত ছেলে বগুড়ায় জেলা ছাত্রদলের নতুন কমিটি, নেতাকর্মীর সন্তুষ্টি শম্ভুগঞ্জে বিয়ের প্র’লো’ভ’নে গৃহ শিক্ষিকাকে ধ’র্ষ’ণ : ধ’র্ষ’ক জনতার হাতে আ’ট’ক – থানায় মা’ম’লা সুন্দরবনে ডাকাত আতঙ্কে মধু আহরণ কমেছে ৩৫ ভাগ নরসিংদীর মনোহরদীতে আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে সাংবাদিকের টাকা পয়সা লুট আরেক সাংবাদিক কে মারধর এর “প্রতিবাদ লিপি” ৫,০০০ পিস ইয়াবাসহ পশ্চিমগাঁও দরগা মসজিদের ইমাম গ্রেফতার।

নরসিংদী রায়পুরার মরজালে ভূমি অফিসের দুর্নীতির টাকা ফেরত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

তালাত মাহামুদ জেলা প্রতিনিধি

নরসিংদী রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ । প্রকাশ হওয়ার পর নড়ে চড়ে পড়েছে ভূমি অফিসের নায়েব ও তার পালিত দালাল চক্র। গত সোমবার দিন তাদের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে । সংবাদ পত্রিকার মাধ্যমে রিপোর্ট । প্রকাশ পাওয়ার পর থেকে তাদের মধ্যে আতঙ্কে আছে। তড়ি গড়ি করে তাদের এই কুকির্তি দামাচাপা দেওয়ার জন্য।
তারা উঠে পড়ে লাগে তারা ইত্যিমধ্যে কয়েকজনের। টাকাও ফেরত দেওয়ার তথ্য সূত্রের মাধ্যমে জানা যায়।
এবিষয়ে ভুক্তভোগি কারিমা সংবাদ কর্মী কে। জানান যে, নায়েব ফয়েজ আহমেদ ।ও তার পালিত দালাল জাহিদ তার অফিসে বসে ।আমার কাছ থেকে দুইটি জমি খারিজ বাবদ ৫০ হাজার টাকা নেয়। ইতিপূর্বে আমাকে ১টি খারিজ সম্পূর্ণ করে দিলেও অপরটি। র্দীঘ তিন মাস যাবৎ ঘুরাচ্ছে ।এবং তারা আমার কাছে আরো ২০ হাজার টাকা দাবি করছে। তারা জানায় যে তাদের আরোও ২০ হাজার টাকা না দিলে ।আমার খারিজ সম্পূর্ণ হবে না। আপনারা তাদের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে । সংবাদ প্রকাশ করার পর গত মঙ্গলবার । সকাল ১০টায় দালাল জাহিদ আমার বাড়িতে এসে ১৫ হাজার টাকা। আমাকে ফেরত দিতে চায় এবং আমি যেনো কোথাও অভিযোগ না করি । সে বিষয়ে অবগত করে কিন্তু আমি তার দেওয়া ১৫ হাজার টাকা ফেরত রাখি নাই। এই দালাল জাহিদ বিধবা অসহায় নারী পেলে তাদের কুপ্রস্তাব দেয় । সে ইয়াবা সেবন করে।
এবিষয়ে চারাবাগ এলাকার বাসিন্দা মোঃ জয়নাল মিয়া অভিযোগ করে বলেন। এই মরজাল ভূমি অফিসে যেদিন থেকে ফয়েজ আহমেদ নায়েব হিসেবে যোগদান করেন । তারপর থেকে সরকারি ফি থেকে দশ গুন বেশি ।অতিরিক্ত টাকা নেওয়ার পর তারা জমির কাগজ খারিজ করে যাচ্ছেন। তাদের চাহিদা অনুযায়ী টাকা না দিলে তারা কাজ করে না। বিভিন্ন রকম সমস্যা দেখিয়ে বাতিল করে দেয়। নায়েব ফয়েজ আহমেদ ও দালাল জাহিদ এই ভ‚মি অফিস এর মাধ্যমে গ্রাহকদের হয়রানি করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা কামিয়ে পকেট ভারী করে যাচ্ছেন।এবিষয়ে দালাল জাহিদ সংবাদ কর্মী রুদ্রকে ম্যানেজ করার জন্য বিভিন্ন কৌশল খাটাচ্ছেন। অথচ তার নিকট অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি স্বীকার করে বলেন, মাঠ পর্যায় থেকে যে টাকা আমি তুলি এই টাকার তিন ভাগ নেয় আমার স্যার (নায়েব ফয়েজ আহমেদ) এবং বাকি এক ভাগ আমি রাখি। এই অফিসে আমি ছাড়াও অনেক লোক আছে নায়েব স্যারের, আমি যদি মাঠ পর্যায়ে কাজ নাও করি উনার অন্য লোকের অভাব নাই, আপনারা আমার পিছনে শুধু একা রিপোর্ট করছেন কেনো। গতকালকে এক মহিলাকে ১৫ হাজার ফেরত দেওয়ার কথাও স্বীকার করেন তিনি।
বাংলাদেশ সরকার ভূমির নামজারির ফি ১ হাজার ১৫০ টাকা নির্ধারণ করলেও নায়েব ফয়েজ আহমেদ তার নিজ ইচ্ছা মতো এই টাকার হার নির্ধারণ করেন বলে জানা যায়।এবিষয়ে মরজাল ভ‚মি অফিসের নায়েব ফয়েজ আহমেদ এর কাছে জানতে চাইলে, তিনি জানান জাহিদকে তিনদিন আগে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে কিন্তু ঘুষ ও অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এবিষয়ে আগামী ছয় পর্বে তুলে ধরা হবে বিস্তারিত আরো তথ্য…
এবিষয়ে রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার আমাদেরসংবাদ কর্মী কে মোবাইল ফোনে জানান, এই বিষয়টি আমি অবগত হয়েছি। এই বিষয়ে আমার কাছে এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ আসে নাই। যেহেতু আপনারা সংবাদ কর্মীরা এবিষয়ে আমাকে অবগত করেছেন তাই আমি বিষয়টি তদন্ত করে বিধি মোতাবেক অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।মোবাইল ফোনের মাধ্যমে আমাদের কে জানিয়েছেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট