সমাজসেবা কার্যালয় নারায়ণগঞ্জের, উপ পরিচালক, হাজিগঞ্জ সমাজ কল্যাণ পরিষদে, ভিজিট করেন
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ১৪ মে, ২০২৫
-
৫
বার পড়া হয়েছে

আজ ১৩ ই মে রোজ মঙ্গলবার, নারায়ণগঞ্জের সমাজ সেবা কার্যালয়, পরিচালক মহোদয়, নারায়ণগঞ্জের, হাজিগঞ্জ সমাজ কল্যাণ পরিষদের স্বেচ্ছাসেবী সংগঠনে, পরিদর্শন করেন, বিকাল ৪ ঘটিকার সময়,।।।। গত ৩০-৪-২০২৫, উক্ত সংগঠনের কমিটির বিষয়ে আপত্তি করার কারণে, উক্ত বিষয়ে যাচাই-বাছাইয়ের জন্য, জনাব আসাদুজ্জামান সরকার, উপপরিচালক সমাজসেবা কার্যালয়, ও মোহাম্মদ সাইফুল ইসলাম, অফিসার, শহর সমাজসেবা নারায়ণগঞ্জ, এডি, সমাজসেবা কার্যালয় নারায়ণগঞ্জ,।।।। পূর্বের অভিযোগে ভিত্তিতে, হাজীগঞ্জ ,সমাজকল্যাণ পরিষদের, নেতৃবৃন্দের সাথে, খোলা মেলা ভাবে আলোচনা করেন, এবং সকলের মতামত জানতে চান,
।।।। এ সময় উপস্থিত ছিলেন, পূর্বের কমিটি সাধারণ সম্পাদক, শাহ আলম গাজী, লিপি আক্তার, সহ অন্য অন্য নেতৃবৃন্দ। উপস্থিত সকলকে, জনাব আসাদুজ্জামান সরকার, আমাদের যে সিদ্ধান্ত , কার্যক্রম পরবর্তীতে জানায়ে দেওয়া হবে।।।।।। সকলকে সুন্দর ও সুস্থভাবে সংগঠনের কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুরোধ জানান। পরবর্তীতে, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান, মামা শাহ আলম গাজী সকলের ধন্যবাদ জানিয়ে আলোচনা সমস্ত ঘোষণা করেন।।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন