এবার ধর্ষণের শিকার ৫ বছর বয়সী রওজা মনি
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ১৪ মে, ২০২৫
-
১
বার পড়া হয়েছে
Oplus_131072

বরিশাল জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম বাপ্পি
এবার ধর্ষণের শিকার ৫ বছর বয়সী রওজা মনি।ধর্ষণ শেষে তার মুখে চাল ঢুকিয়ে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ পাওয়া গেছে তেজগাঁও জামে মসজিদের পাশের গলিতে।প্রশ্ন হলো- এদেশে আর কত নারী সম্ভ্রম হারালে, কত শিশু ধর্ষণের শিকার হলে, কত মা বোন শ্লীলতাহানির শিকার হলে, কত নিষ্পাপ প্রাণ ধর্ষিতা হয়ে প্রাণ হারালে, এদেশের বিচার ব্যবস্থা কঠোর হবে?রাজপথে তো কত কিছু নিয়েই আন্দোলন, সংগ্রাম চলে। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার ব্যাপারে কি আন্দোলনের ডাক আসতে পারে না?এই ব্যাপারে জুলাই বিপ্লবীরা একটা পদক্ষেপ নিলে এমন রওজারা মুক্ত বাতাসে ঘুরতে পারবে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন