প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ৫:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৫, ৫:০৭ পি.এম
“ক্ষমতার শেষ দৃশ্য: মমতাজের গ্রেফতার আর শেখ হাসিনার পতন”
বরিশাল জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম
এক সময় যারা মানুষকে দোর্দণ্ড প্রতাপে ভয় দেখাতো, যাদের এক ইশারায় প্রশাসন, পুলিশ, মিডিয়া কাঁপতো—আজ তারা ইতিহাসের হারে পরিণত হয়েছে।শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের করুণ পরিণতি এখন চোখের সামনে। ক্ষমতা হারানোর পর সেই আওয়ামী লীগ, যার গায়ে এতকাল গরিমা ও দাম্ভিকতার চাদর ছিল, আজ তারা অসহায়, বিচ্ছিন্ন ও ভীত।মমতাজ বেগম—একজন জনপ্রিয় শিল্পী থেকে হয়ে উঠেছিলেন দলে দালালি আর সুবিধাবাদিতার প্রতীক।যে পবিত্র সংসদে দাঁড়িয়ে চাটুকারিতা করতে একবার ভাবেননি। গলা ফাটিয়ে স্বৈরাচার ফ্যাসিস্ট ক্ষমতালোভী শেখ হাসিনার গুনোগান গাইতেন আজ তাকেই গ্রেফতার করেছে পুলিশ। একদা যিনি ছিলেন ‘ভিআইপি’, এখন তিনি আর কেউ নন—একজন সাবেক ক্ষমতাবান, যিনি জনগণের নয়, ছিল কেবল গদি টিকিয়ে রাখার খেলার অংশ।ক্ষমতা চিরস্থায়ী নয়। ইতিহাস কারও তাবেদারি করে না। হাসিনার পতনের আগে যারা অন্যায়ের পাশে দাঁড়িয়েছিল, তারা একে একে মুখ থুবড়ে পড়ছে।এটাই ইতিহাসের শিক্ষা। এটাই ন্যায়ের প্রতিফলন।স্বৈরাচারের দোষর মমতাজের এই করুন পরিণত দেখে...ফাইট্টা যায় বুকটা ফাইট্টা যায়.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত