1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শনিবার, ১৪ জুন ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ইয়াবার করাল গ্রাস: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিরুদ্ধে মান্থলি তোলার অভিযোগ জুলাই-বিপ্লবের পরে এখন আত্মশুদ্ধির সময় এসেছে -তথ্য ও সম্প্রচার সচিব ঈদের আগের দিনেই কারামুক্তি, এরপর থেকেই তাণ্ডব ভারতের আহমেদাবাদে ভেঙ্গে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানটির এক ব্রিটিশ যাত্রী জীবিত রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ নেশার টাকা না পেয়ে বাবা মাকে পেটাল নেশাগ্রস্ত ছেলে বগুড়ায় জেলা ছাত্রদলের নতুন কমিটি, নেতাকর্মীর সন্তুষ্টি শম্ভুগঞ্জে বিয়ের প্র’লো’ভ’নে গৃহ শিক্ষিকাকে ধ’র্ষ’ণ : ধ’র্ষ’ক জনতার হাতে আ’ট’ক – থানায় মা’ম’লা সুন্দরবনে ডাকাত আতঙ্কে মধু আহরণ কমেছে ৩৫ ভাগ নরসিংদীর মনোহরদীতে আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে সাংবাদিকের টাকা পয়সা লুট আরেক সাংবাদিক কে মারধর এর “প্রতিবাদ লিপি” ৫,০০০ পিস ইয়াবাসহ পশ্চিমগাঁও দরগা মসজিদের ইমাম গ্রেফতার।

বরিশাল বিভাগের মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিচয়ে কবরস্থান ভাঙচুর ও জমি দখলের চেষ্টা!!!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

মোঃ আবু ছালেহ বিপ্লব //বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান //

বরিশাল বিভাগের পিরোজপুর জেলার মঠবাড়িয়া বীর মুক্তিযোদ্ধাদের বাঙালি জাতির শ্ষ্ঠে সন্তান হিসেবে সকলেই সম্মান করেন। আর সে যদি হয় সনাতনী ধর্মের তাহলে তো আর কথাই নেই। বিগত আ.লীগ সরকার আমলে তাদের স্থান ছিলো অনেক উঁচুতে। বীর মুক্তিযোদ্ধাদের সব সময় সকলেই সম্মান করেন। আর এই মুক্তিযোদ্ধা সাইনবোর্ড ব্যবহার করে কবরস্থান ভাঙচুর এবং জমি দখলের বারবার চেষ্টা করছেন কথিত মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র শীল (৭০)। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের সূর্যমনি গ্রামের মৃত. অতুল চন্দ্র শীলের ছেলে।গত ১৫ বছর ধরে নির্যাতিত ওই সূর্যমনি গ্রামের চাঁন মিয়া হাওলাদারের ছেলে, ভুক্তভোগী আল-আমিন জানান, আমাদের পূর্ব পুরুষ থেকে পাওয়া বসত বাড়ি সামনে পারিবারিক কবরস্থান নির্মাণ কাজ শুরু করলে অনিল শীল বাঁধা প্রদান করেন। আমার বাড়ির মধ্যে জমি পাবেন, দাবি করে ক্ষমতাবলে তার লোকজন নিয়ে কবরস্থান ভাংচূর করে এবং রাস্তার পাশে থাকা জীবিত গাছে আগুন ধরিয়ে দিয়ে বারবার জমি দখলের চেষ্টা চালায়। এ সকল ঘটনায় একাধিক সালিশ বৈঠক হলেও এ ভুয়া মুক্তিযোদ্ধা তা মানছেন না। উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রিপন জমাদ্দারের সহায়তায় আমার উপর বারবার হামলা চালিয়েছে এবং আমার নামে থানা ও বিভিন্ন স্থানে অভিযোগ দিয়ে হয়রানি করে আসছে। রবিবার (১১ মে) দুপুরে ঘটনাস্থলে গেলে ভুক্তভোগী আল আমিন আরো জানান, উপায়ান্তু না পেয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দেন। অভিযোগটি নির্বাহী কর্মকর্তা আমলে নিয়ে উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু আকন কে তদন্তপূর্বক মীমাংসার দায়িত্ব দেন।বীর মুক্তিযোদ্ধা বাচ্চু আকন বলেন, উপজেলার সূর্যমনি গ্রামে এমনকি নাম পিতার নাম অনুযায়ী আমপাশের উপজেলাতে অনিল চন্দ্র শীল নামে কোন মুক্তিযোদ্ধা নেই। জমির বিষয়টি মীমাংসার চেষ্টা করি কিন্তু অনিল চন্দ্র শীল সালিশ ব্যবস্থায় বসেননি। এ মর্মে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবওে প্রতিবেদন দেয়া হয়েছে।এ ব্যাপারে অভিযুক্ত কথিত মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র শীল বলেন আমি কখনো নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দেইনি। তার স্বাক্ষরিত বীর মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র শীল কাগজটি তার সামনে দেখিয়ে জবাব চাইলে তিনি, কোন সদুত্তর দিতে পারেননি।ভুক্তভোগী আল-আমিন হয়রানির হাত থেকে বাঁচতে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন। মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিচয়ে কবরস্থান ভাঙচুর-জমি দখলের চেষ্টা।

মোঃ আবু ছালেহ বিপ্লব
বরিশাল বিভাগীয় প্রধান
মোবাইলঃ০১৭১৩-৪২৯৮৬৩

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট