শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ১২ মে, ২০২৫
-
২
বার পড়া হয়েছে
Oplus_131072

এইচ এম জাকির হুসাইন ভ্রাম্মমান প্রতিনিধি
নরসিংদীর শিবপুরের বৈলাবো গ্রামে আজ ভোরে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন হয়েছে।ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায় বৈলাবো গ্রামের মৃত নুরুল ইসলাম মাষ্টারের ছেলে জাবের (৩০) দীর্ঘদিন যাবত মাদকাসক্ত হওয়ায় রিহ্যাবে ছিল।৩ দিন যাবৎ সে একটি রুমে আটক ছিলো। আজ ভোরে অনেক কাকুতি মিনতি করে দরজা খুলে দিতে।
ছেলের আকুতি শুনে মা শামসুন্নাহার( ৭০) দরজা খুলে দিলে চুল ধরে দরজার হেজবুলে মাথা ঠুকিয়ে এবং হাত মুচড়িয়ে ভেঙে হত্যা করে।
এ বিষয়ে ভিকটিমের অপর ছেলে লন্ডন থাকায় সৎ ছেলে মোঃ খলিল উল্লাহ বাদী হয়ে শিবপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
শিবপুর থানা মামলা নং-০৩ ছেলে জাবেরের হাতে মায়ের মৃত্যুতে নিন্দার ঝর ওঠেছে।শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসাইন বলেন অভিযুক্ত আসামি জাবেরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন