ডেসটিনি ২০০০, পুনরায় উদযাপিত
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ১২ মে, ২০২৫
-
২
বার পড়া হয়েছে

ডেসটিনি ২০০০, পুনরায় উদযাপিত, রফিকুল আমিন চেয়ারম্যান,।।।।।।। বিগত সরকারের আমলে ১২ বছর জেল হাজতে থাকার পর ,ডেসটিনি, চেয়ারম্যান, রফিকুল ইসলাম আমিন,, পূর্বের পিছিয়ে পড়া ও ক্ষতিগ্রস্ত ডেসটিনের সদস্যদের কে পুনরায় যাহাতে ব্যবসা করে উন্নতি লাভ করতে পারে সে প্রচেষ্টা আবার চালু করার প্রস্তুতি চলছে ।।।।।। ব্যবসায় অংশগ্রহণকারী প্রতি জেলা জেলায় সদস্য গ্রহণের মাধ্যমে পূর্বের ন্যায় আবারো চালু হতে যাচ্ছে ডেসটিনি,।। তারপরে প্রেক্ষিতে 12 ই মে রোজ সোমবার, সন্ধ্যা সাত ঘটিকার সময়, নারায়ণগঞ্জ সদর উপজেলায় , মোহাম্মদ আলী ভাইয়ের নেতৃত্বে, গার্লস স্কুলের পাশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়,llll উক্ত সভায় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ জুনের মোহাম্মদ সেলিম ভাই কেন্দ্রীয় লিডার , ও মোঃ লিটন ফতুল্লা থানার, আরো উপস্থিত ছিলেন শ্রী অসীম বড়ুয়া, মোহাম্মদ শাহজাহান, আব্দুল মজিদ হাওলাদার, সালমা আক্তার, মোসাম্মৎ মিম আখতার, মোসাম্মৎ পারভিন আক্তার, ফারজানা ইয়াসমিন, মোঃ সজিব, মোঃ বাপ্পি, মোঃ ওয়াসিম,, ও হাজী মোহাম্মদ নাজির খানসহ বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ,lllll, আলোচনায় বিভিন্ন বিষয়ে উপস্থাপনা , মোহাম্মদ লিটন সাহেব, সকলকে ব্যবসায়ী সংক্রান্ত বিষয়গুলি সুন্দরভাবে উপস্থাপনা করেন, এবং নারায়ণগঞ্জ থেকে ৩০ জন প্রতিনিধিকে ব্যবসায় সংক্রান্ত ব্যাপারে দায়িত্ব প্রদান করা হবে, আগামী জুলাই ২০২৫ থেকে ব্যবসার শুরু করার জন্য সকলকে অবগতি করা হয়, এবং ডেসটিনির চেয়ারম্যান মহোদয় রফিকুল আমিন সারা বাংলাদেশে এক কোটি সদস্যদের মাধ্যমে এ ব্যবসা পুনরায়, বাংলাদেশে জেলায় জেলায়, চালু করার অঙ্গীকার প্রদান করেন, এবং ইতিমধ্যে ৫ লক্ষ সদস্য পূরণ হয়ে গেছে, lllll বাকি সদস্য প্রতি জেলায় জেলায় নিয়োগ জুনের ২০২৫ এর মধ্যে পূরণ করা হবে, জনাব আলী হোসেন মহোদয় সকলকে উক্ত ব্যবসায় অংশগ্রহণ করার জন্য তাগিদ প্রদান করেন, এবং সকলকে সুস্বাস্থ্য কামনা করে, আগামী দিনের ব্যবসা সুন্দরও পুনরায় চালু করার মাধ্যমে , পিছিয়ে পড়া ক্ষতিগ্রস্ত সদস্যরা পুনরায় ভালোভাবে চলতে পারে সেই কামনা করিয়া আলোচনা, সমাপ্ত ঘোষণা করে। সংবাদ কর্মী হাজী মোহাম্মদ নাজির খান ও পারভীন আক্তার নারায়ণগঞ্জ প্রতিনিধি।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন