1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে ফাঁদ পেতে পাখি হত্যার অভিযোগে ২ জনকে আটকের পরে মুচলেকায় মুক্তি নরসিংদীতে আবারও ভূমিকম্প — বিকেল ৪টা ১৫ মিনিটে কেঁপে উঠল জেলা নন্দীগ্রামে ধান ৩৪ টাকা ও চাল ৫০ টাকায় কিনবে সরকার ঝিনাইগাতিতে ব্র্যাকের একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ‘২৭তম বুনিয়াদি প্রশিক্ষণ’ সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠিত ২৮নভেম্বর কুমিল্লায় আসছেন জৈনপুরী পীর আল্লামা শাহ্সুফি ফাররুখ ছেয়ার সিদ্দিকী আল কুরাইশী ঘুষ বানিজ্য এর অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক এর উপর চাঁদাবাজির মামলা ঢাকা কেরানীগঞ্জ ওয়াল্ড ইউনিটে আয়োজিত নারী উদ্যোক্তা গ্রাম ভিত্তিক ১০ দিনের ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা)- ২০২৫ ক্লাস পরিদর্শন করেন জেলা কমান্ডেন্ট আতশবাজির শব্দে হৃদরোগে আলেম মাহমুদুল হাসান আল মাদানীর মৃত্যু; নরসিংদীতে শোকের ছায়া

জামালগঞ্জে বজ্রপাতে ক্ষয়ক্ষতি এড়াতে বসুন্ধরা শুভসংঘের সচেতনতা সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

শংকর ঋষি সুনামগঞ্জ জেলা প্রতি নিধি 

সুনামগঞ্জের জামালগঞ্জে বজ্রপাতজনিত দুর্ঘটনা ও প্রাণহানি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক সভার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ, জামালগঞ্জ উপজেলা শাখা।সোমবার (১২ মে) সকাল ১১টায় উপজেলার সদর ইউনিয়নের সাধারণ জনগণের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের মধ্যে কেউ খাদ্য গুদামে শ্রমিক, কেউ নদীতে মাছ শিকার করেন, কেউবা চালান অটোরিকশা এবং অনেকেই কৃষিকাজের সঙ্গে জড়িত। ঝড়-বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে এইসব শ্রমজীবী মানুষ প্রায়ই দুর্ঘটনার সম্মুখীন হন।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শুভসংঘের উপদেষ্টা ও জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আহাদ। তিনি বলেন, “এখানে যারা বসবাস করেন তারা সমাজের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে তারা ঝুঁকিতে পড়েন। এসব ক্ষতি এড়াতে সচেতনতার কোনো বিকল্প নেই।সভায় বজ্রপাত থেকে বাঁচতে করণীয় বিষয়গুলো নিয়ে বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘ জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. শাহীন আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আসাদ নুর, যুগ্ম সাধারণ সম্পাদক চায়না বেগম, মমতাজ বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক তাহের আহমদ, অর্থ সহ সম্পাদক এনামুল হক, নারী বিষয়ক সম্পাদক সাবিনা আক্তার, সহ সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মৌসুমী তালুকদার, ক্রীড়া সম্পাদক মো. মনিরুজ্জামান, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন জয়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মহিদুল ইসলাম, সদস্যঅসিম তালুকদার, মো. রাহুল মিয়া ও গোলাম জিলানী বিপ্লব প্রমুখ।এসময় স্থানীয় কৃষক গোলাম রব্বানী বলেন, “ঝড়-বন্যায় কিভাবে সতর্ক থাকতে হয় সেটা কিছুটা জানতাম, কিন্তু বজ্রপাত সম্পর্কে ধারণা ছিল না। আজকের এই সভার মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি, যা মেনে চললে ভবিষ্যতে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব।”স্থানীয়দের প্রশংসায় সিক্ত হয়েছে শুভসংঘের এই উদ্যোগ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট