নন্দীগ্রামে ওসি তারিকুল ক্লোজড, নয়া ইনচার্জ মোজাহারুল
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শনিবার, ১০ মে, ২০২৫
-
২
বার পড়া হয়েছে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে নয়া ইনচার্জ হিসেবে থানায় যোগদান করেছেন পুলিশ পরিদর্শক মোজাহারুল ইসলাম। আগের ওসি তারিকুল ইসলামকে ক্লোজড করে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গত বুধবার রাতে থানার নবাগত ওসি দায়িত্বভার গ্রহণ করেন৷ এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ সদস্যরা। নবাগত ওসি মোজাহারুল ইসলাম রংপুর জেলার বাসিন্দা। তিনি বগুড়া জেলা পুলিশের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন। বগুড়ার পুলিশ সুপার মো. জেদান আল মুসার এক অফিস আদেশে তাকে থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। সম্প্রতি আগের ওসি তারিকুল ইসলামকে ক্লোজড করার বিষয়টি আলোচনায় আসে। অভ্যন্তরীণ কারণে তিনি পুলিশ লাইনে সংযুক্ত আছেন। থানার নয়া ওসি মোজাহারুল ইসলাম বলেন, এ উপজেলায় মাদক, জুয়া, ধর্ষণ, ছিনতাই, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ডসহ সব ধরনের অপরাধ প্রবণতা রোধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে চাই। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সাংবাদিকসহ সকলের সহযোগিতা প্রয়োজন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন