প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ৭:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৫, ১১:৩৪ এ.এম
জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের আয়োজনে “দোয়া ও মিলাদ মাহফিল”
শাহিন আকন, কুয়েত থেকে
জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের সম্মানিত উপদেষ্টা, কুয়েতে বাংলাদেশ কমিউনিটির জ্যেষ্ঠ নেতা, সিলেট জেলা- বিয়ানি বাজার উপজেলার "মরহুম আজাদ মিয়া মেম্বারের" মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন কুয়েত কর্তৃক গত ৮ মে ২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার রাতে কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের সম্মানিত সভাপতি, আব্দুল হাই মামুন এর সভাপতিত্বে, সংগঠনের সাধারণ সম্পাদক, মুরাদুল হক চৌধুরীর সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের নেতৃবৃন্দ,, বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ। বাংলা প্রেসক্লাব কুয়েতের নেতৃবৃন্দ,,বিভিন্ন টিভি চ্যানেলের প্রতিনিধিবৃন্দ ,,সাংবাদিকবৃন্দ সহ সকল শ্রেণীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুম আজাদ মিয়া মেম্বার দীর্ঘ দুই যুগের ও বেশি সময় কুয়েতে প্রবাস জীবন কাটিয়ে নিজ জন্মভূমিতে ফিরে যান এবং গত সপ্তাহে সৃষ্টিকর্তার ডাকে না ফেরার দেশে চলে যান। তার দেশের বাড়ি সিলেট জেলার বিয়ানি বাজার উপজেলায়। কুয়েতে থাকা অবস্থায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে সংযুক্ত ছিলেন।তাকে স্মরণ করে সম্মানজনক স্মরণসভা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করায় বক্তারা বলেন নিঃসন্দেহে এটা প্রশংসনীয়। তার সম্মানে এত সুন্দর আয়োজন করার জন্য বক্তারা জালালাবাদ এসোসিয়েশন কুয়েতকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বক্তারা বলেন মরহুম আজাদ মিয়া মেম্বার একজন ভালো মনের মানুষ ছিল, তিনি দেশে এবং কুয়েতে অনেক মানবতার কাজ করেছেন, মানুষের সুখ দুঃখে তাদের পাশে থাকতেন। পরে আমাদের দয়াল নবী, প্রিয় নবীর শানে মিলাদ, দুরুদ ও সালাম পেশ করা হয় এবং মোনাজাতের মাধ্যমে, মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানের সমাপ্তি শেষে নৈশ ভোজের আয়োজন করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত