তুক্কি হত্যার গ্রেফতারের বিচারের দাবিতে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শুক্রবার, ৯ মে, ২০২৫
-
৩
বার পড়া হয়েছে

আজ ৮ ই মে রোজ বৃহস্পতিবার, সন্ধ্যা সাত ঘটিকার সময়, নারায়ণগঞ্জের শহীদ মিনারে, দীর্ঘ 146 মাস হয়ে যাওয়া তুক্কি হত্যা মামলার অগ্রগতি না হওয়ায় তার প্রতিবাদ, ও বিচারের দাবি জানান,।। উপস্থিত ছিলেন, মোঃ রাফিউল রাব্বি, সহ বিভিন্ন নেতৃবৃন্দ,।
। আয়োজনে, নারায়ণগঞ্জ সাংস্কৃতি জোট, উক্ত আলোচনায় নারায়ণগঞ্জ বিগত দিনগুলিতে যে সকল হত্যাকাণ্ড হয়েছে তার সকল হত্যাকাণ্ডের বিচার দাবি জানান, এবং দীর্ঘদিন ও এ বিচার না হওয়ায় দুঃখ প্রকাশ করেন,
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন