1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকায় হামলার প্রতিবাদে দাকোপে শিক্ষকদের মানববন্ধন ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনে ৯ জনের কারাদণ্ড খুলনার দাকোপে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত নন্দীগ্রামে দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিস মহড়া প্রদর্শন কাজিপুরে যুবলীগ নেতা রনি সিকদারের উপর আনিত চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করলেন খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত বিএনপির মাঠে নতুন উচ্ছ্বাস—স্বপন ফকিরের নেতৃত্বে ঐক্যবদ্ধ কর্মীরা নরসিংদী সদর উপজেলা সহ আজ থেকে সারাদেশে শুরু হয়েছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচী আশা নিরাশার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছে নরসিংদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ২০২৫ ভুয়া এনজিও প্রতিষ্ঠান খুলে ফুলপুরে কোটি টাকা নিয়ে উধাও

দক্ষিণডিহিতে রবীন্দ্র-জন্মবার্ষিকীর দ্বিতীয় দিনের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে দ্বিতীয় দিনের আলোচনা সভা আজ (শুক্রবার) বিকেলে রবীন্দ্র কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সাহিত্যকর্মের উৎস ও প্রেরণাস্থল এই সবুজ শ্যামল বাংলাদেশ। এ দেশের তৃণমূল মানুষ, নদী ও নদীতীরের প্রাকৃতিক সৌন্দর্য তার চিন্তা ও মননে যে নান্দনিক ভাব ও ভাষাশিল্প সৃষ্টি করেছিল সেটাই আজ বাংলা সাহিত্য ও সংস্কৃতির গৌরবময় অর্জন। তিনি শুধু বাংলার সাহিত্যে নয়, বিশ্বসাহিত্যের ইতিহাসেও চিরস্থায়ী হয়ে আছেন।ফুলতলার দক্ষিণডিহি ও রূপসার পিঠাভোগের সঙ্গে কবিগুরুর গভীর আত্মিক সম্পর্কের কথা উল্লেখ করে উপাচার্য বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যজগতে প্রকৃতি শুধুমাত্র পটভূমি নয়, বরং একটি স্বতন্ত্র চরিত্র হয়ে উঠেছে। তিনি বাংলার মাঠ-ঘাট, নদী, বৃক্ষ, ঋতু পরিবর্তন- এই সবকিছুকে হৃদয়ের গভীরতা থেকে অনুভব করেছেন এবং তা শিল্পরূপে প্রকাশ করেছেন। বাংলাদেশের পদ্মা, আত্রাই, চলনবিলের বুকে ঘুরতে ঘুরতে তিনি রচনা করেছেন অনেক গান। এ সৃষ্টি ছিল তাঁর প্রাণের আনন্দ। রবীন্দ্রনাথের প্রকৃতিচেতনা শুধু নান্দনিক নয়, তা মানবিক ও দার্শনিকও। রবীন্দ্রনাথ আমাদের শিখিয়ে যানÑপ্রকৃতিকে ভালোবাসতে হলে তাকে আত্মার জায়গা থেকে ভালোবাসতে হবে। তাই রবীন্দ্রনাথকে কেবল সাহিত্যের পাঠ্যসূচিতে নয়, জীবনের পাঠ্যক্রমে গ্রহণ করতে হবে। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন ও সরকারি ফুলতলা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ রুহুল আমীন। ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশের প্রকৃতি’ বিষয়ে মুখ্য আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা কেন্দ্রের অধ্যাপক ড. মুহাম্মদ শাহজালাল। স্বাগত বক্তৃতা করেন ফুলতলার উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও খুলনা জেলা প্রশাসন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। আগামীকাল ১০ মে বিকেল সাড়ে চারটায় তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট