প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ১০:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৫, ৫:৫০ এ.এম
ঝালকাঠিতে কারারক্ষী পদে পরিক্ষার্থীদের সঙ্গে অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের অভিয়োগ
মোঃ আবু ছালেহ বিপ্লব //বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান //
বরিশাল বিভাগের ঝালকাঠিতে কারারক্ষী পদে অংশ নেওয়া চাকরি প্রত্যাশী পরিক্ষার্থীদের সঙ্গে অনিয়ম, বিশৃঙ্খলা ও নিয়োগ বাণিজ্যের অভিয়োগ উঠেছে।মঙ্গলবার (৬ মে) দুপুরে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরা ও চাকরি প্রত্যাশীরা বিক্ষোভ মিছিল করে।পরিক্ষার্থীদের অভিযোগ, বরিশাল বিভাগের ছয় জেলা বরিশাল, পিরোজপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী ও ঝালকাঠি জেলা থেকে কারারর্ক্ষী পদে ৬০ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এই পরিক্ষার কেন্দ্র ঝালকাঠিতে। মঙ্গলবার সকাল ১০টা থেকে কারারক্ষী পদে অংশ নেওয়া চাকরি প্রত্যাশীরা ঝালকাঠি জেলা কারাগাড় চত্ত্বরে লাইনে দাড়ায়। এ সময় গেইট থেকে অনেককে ঢুকতে দেওয়া হয়নি। তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়, শিক্ষা সনদ ছিড়ে ফেলা এবং শারীরিক ভাবে নির্যাতন করা হয়। এ অবস্থায় এই নিয়োগ বাতিল করার দাবি জানান তারা। সংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে তাদের বাঁধা দেওয়া হয়।চাকরি প্রত্যাশীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে নিয়োগ বালিতের জন্য অভিযোগ দায়ের করেছে।ঝালকাঠির জেল সুপার মো. আব্দুল্লাহ ইবনে তোফাজ্জেল হোসেন খান জানান, এ নিয়োগ পরিক্ষার সঙ্গে তারা সংশ্লিষ্ট নাই। ঝালকাঠি জেলা ভ্যানু হিসেবে ব্যবহার করা হয়েছে। ঢাকা থেকে কর্মকর্তারা এসে পরিক্ষা নিয়েছে।
মোঃ আবু ছালেহ বিপ্লব
বরিশাল বিভাগীয় প্রধান
মোবাইলঃ০১৭১৩-৪২৯৮৬৩
৭ই মে ২০২৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত