প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ১:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৫, ২:২২ পি.এম
পলাশ সাহা
পলাশ সাহা, কি ছিলো না তার?
প্রথমে সাব রেজিস্ট্রার,
তারপর এডি,
এরপর ৩৬ বিসিএস এ এডুকেশন,
সবশেষে ৩৭ এ পুলিশ ক্যাডার।
সবিই ছিলো শুধু ছিলো না পারিবারিক শান্তি।
সমস্ত পড়াশোনার চাপ সামলালেও পারিবারিক চাপ সামলাতে পারলেন না। এভাবেই নিজেকে শেষ করে দিলেন। চিরকুটে লিখে গেলেন , গহনাগুলো বউ নিবে বাকিটা মায়ের। দিদি বিষয়টা কো অর্ডিনেট করবে।
আসলেই, জীবনের কো অর্ডিনেট অনেক কঠিন।
আমাদের পরিবার গুলো এ থেকে কি শিক্ষা নিবে জানি না তবে এটা প্রায় প্রতিটা ঘরেই চলে।
জীবন সুন্দর, সবাই একসাথে থাকতে পারলে থাকুন নইলে সবাইকে যার যার মতো ভালো থাকতে দিন।
#collected
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত