নরসিংদী প্রেসক্লাবে বিভিন্ন অপকর্মের হোতা আউয়াল ও সজল বহিষ্কার
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ৭ মে, ২০২৫
-
২
বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নরসিংদী প্রেসক্লাবের সাধারন সদস্য এম এ আউয়াল ও এ এইচ ভূইয়া সজলকে ক্লাবের গঠনতন্ত্র বিরোধী শৃঙ্খলা পরিপন্থী কর্মের জন্য স্থায়িভাবে বরখাস্ত (বহিষ্কার) করা হয়েছে। গত ৫ মে বিকেলে নরসিংদী প্রেসক্লাবের এক বিশেষ সাধারন সভায় সর্ব সম্মতি ক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।প্রেসক্লাবের তথ্য সূত্রে জানা যায়, ক্লাবের আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য বিরোধী , স্বার্থের পরিপন্থী এবং ক্লাবের শৃঙ্খলা বিরোধী সাংবাদিকতার নীতি বহিভূত কার্যকলাপের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় উল্লেখিত ২ জন সদস্যকে ১৩ এপ্রিল কার্যনির্বাহী পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী সদস্য পদ সাময়িক ভাবে স্থগিত করা হয় এবং কেন তাদের সদস্য পদ স্থায়ী ভাবে বাতিল করা হবেনা এই মর্মে লিখিত জবাব দাখিলের জন্য ৭ দিনের সময় দিয়ে নোটিশ প্রদান করা হয়। নোটিশ প্রাপ্তির পর তারা বেপরোয়া হয়ে ক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদক কে অকথ্য ভাষায় গালমন্দ করেন। নির্ধারিত সময়ের মধ্যেই তারা নোটিশের জবাব দাখিল করেন। পরবর্তীতে তারা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা বরাবরে সভাপতি/সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একটি মিথ্যা বানোয়াট ও কাল্পনিক অভিযোগ দাখিল করে। এরই প্রেক্ষিতে ৪ মে ক্লাবের মাসিক সভায় তাদের জবাব বাতিলের বিষয়ে বিশদ আলোচনা হয়। তাদের দাখিলকৃত জবাবে ক্লাবের কার্যনির্বাহী পরিষদ সন্তুষ্ট না হয়ে নরসিংদী প্রেসক্লাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১১ এর ধারা ১১(৬) অনুযায়ী তাদের সাধারন সদস্য পদ থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়। যাহা ৫ মে অনুষ্ঠিত বিশেষ সাধারন সভায় অনুমোদিত হয়।
এতে ক্ষীপ্ত হয় আউয়াল ও সজল। তারা প্রেসক্লাবের সদস্য নয় অথবা সদস্য হওয়ার যোগত্যা নেই এমন কতিপয় সাংবাদিক নামধারী সন্ত্রাসীদের সাথে নিয়ে প্রেসক্লাব, কার্যনিবার্হী পরিষদ তথা সভাপতি/সাধারণ সম্পাদক কে নিয়ে মিথ্যা বানোয়াট ভিত্তিহিন তথ্য দিয়ে নরসিংদীর কাগজ নামক একটি ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও অখ্যাত কুখ্যাত পত্রিকার মাধ্যমে অপপ্রচার শুরু করে। সমাজের বিভিন্ন মহল থেকে এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। ক্লাবের সদস্যগণ ও বিভিন্ন সাংবাদিক সংগঠন বহিষ্কৃত আউয়াল ও সজল এর অপকর্মের নিন্দা জানিয়েছেন। সিনিয়র সাংবাদিকগণ জানান, আউয়াল তার সাংবাদিকতার শুরু থেকে নানা অপকর্মের সঙ্গে জড়িত। মিথ্যা সংবাদ প্রকাশের মাধ্যমে মানুষের সুনাম ক্ষুন্ন করা সহ অনৈতিক সুবিধা আদায় তার পেশা। ক্লাবের অর্থ আত্মসাৎ ও অনৈতিক কর্মকান্ডের দায়ে ইতোপূর্বে তাকে প্রেসক্লাব থেকে বহিষ্কার করা হয় পরে ক্লাব কর্তৃপক্ষের নিকট মুচলেখা দিয়ে ও ক্ষমা চেয়ে আত্মসাৎকৃত অর্থ কিছু অংশ ফেরত দিয়ে পুনরায় সদস্য পদ লাভ করে। এরপর ও তার স্বভাব পরিবর্তন করা হয়নি। বিজ্ঞাপন ফেরীওয়ালা কুখ্যাত আউয়ালের। নানা অপকর্ম ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে আবারো তাকে বহিষ্কার করা হয়েছে।
০৭—০৫—২০২৫
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন