আলীকদমে জাল সনদ তৈরির দায়ে ফটোকপি দোকান সিলগালা, ২০ হাজার টাকা জরিমানা
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ৭ মে, ২০২৫
-
৭
বার পড়া হয়েছে

ঃ আশরাফ উদ্দিন উপজেলা প্রতিনিধি আলীকদম
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় , আজ ৭ মে ২০২৫ইং তারিখে ০১ নং সদর ইউনিয়ন এর পানবাজার এলাকায় জাল সনদ তৈরি ও সরবরাহের অভিযোগে একটি ফটোকপি ও প্রিন্টিং দোকান সিলগালা করা হয়আজ মোবাইল কোর্টের এ অভিযানে দোকান থেকে জাল জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ এবং রোহিঙ্গা নয় মর্মে তৈরি করা প্রত্যয়নপত্রসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মোঃ হাসেম নামের দোকান মালিক পলাতক ছিলেন বলে জানা যাই। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউএনও।তবে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মোঃ হোসেন (পিতা: আব্দুল লতিফ) কে আটক করা হয়। অপরাধের মাত্রা বিবেচনা করে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০২৪ এবং দণ্ডবিধি ১৮৬০ এর ২২৫ ধারায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সকলকে অনুরোধ করছি কেউ যেন এ ধরনের অবৈধ কার্যকলাপে লিপ্ত না থাকার আহ্বান জানান ।”এবং আরো বলেন সবাই কে দেশের স্বার্থে এগিয়ে আসার জন্য।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন