আলহামদুলিল্লাহ 💞 বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদ এর ২০২৪. ২৫ অর্থ বছরের আয়. ব্যায় প্রদান
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ৭ মে, ২০২৫
-
৪
বার পড়া হয়েছে

সামিরুল হক বাছির মাহমুদ ধর্মপাশা উপজেলা ( সুনামগঞ্জ) প্রতিনিধি
০৬ মে ২০২৫ইং রোজঃ মঙ্গলবার বাদ আছর বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদ এর স্থায়ী কার্যালয়ে ২০২৪.২৫ অর্থ বছরের আয় ব্যায় হিসাব প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা শাখার সাবেক সভাপতি মোঃ রোমন শেখ সাহেব।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদ এর প্রতিষ্ঠাতা পরিচালক মুহাঃ মিজানুর রহমান সাহেব।হিসাব প্রদান করেন সংগঠনের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদকের অনুরোধক্রমে সংগঠনের উপদেষ্টা মোঃ আতিকুল ইসলাম নুরুজ্জামান সাহেব। ২০২৪.২৫ অর্থ বছরের আয় ব্যায় হিসাব.আয় ৩,৪০,৮০১ টাকা মাত্র ব্যায় ৩,৬৮,৫৪১ টাকা মাএমোট ঋণ ২৭,৭৪০ টাকা।জানুয়ারি ২০২৪ইং থেকে এপ্রিল ২০২৫ইং পযন্ত।এতে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ শাখার উপদেষ্টা মাওলানা আনোয়ার হোসাইন আজাদী সাহেব।নেত্রকোনা জেলার উপদেষ্টা মোঃ আতিকুল ইসলাম নুরুজ্জামান সাহেব।””নবনির্বাচিত উপদেষ্টা মোঃ সালমান আহমেদ।স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা পরিচালক মুহাঃ মিজানুর রহমান সাহেব।কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জাহিদুল হাসান রোমান সাহেব।নেত্রকোনা জেলা শাখার সাবেক সভাপতি মোঃ রোমন শেখ সাহেব।””সিনিয়র সহ সভাপতি দ্বীন মুহাম্মদ শিপন সাহেব।””সহ সভাপতি মাওলানা আব্দুল রউফ ফয়জী। সাহেব।
“” প্রচার সম্পাদক মোঃ মারুফ হাসান সাহেব।
“”দপ্তর সম্পাদক আবু রায়হান সাহেব। সদস্য শিমুল আহমেদ সাহেব।মোঃ রিদয় আহমদ সাহেব।
সিলেট বিভাগ শাখার প্রচার সম্পাদক মোঃ হুমায়ুন কবির নিজামপুরী সাহেব।সংগঠনের শুভাকাঙ্ক্ষী মাওলানা আরমান হোসাইন বাক্কী সাহেব।মোঃ মিজানুর রহমান সাহেব..।সবাই বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদ পরিবারের এর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ 🥰
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন