বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিরাজ হাওলাদারের জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
মঙ্গলবার, ৬ মে, ২০২৫
-
৫
বার পড়া হয়েছে

শেখ জায়েদ,মাদারীপুর জেলা প্রতিনিধি
মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান সিরাজ হাওলাদার আর নেই।
তিনি ২০২৫ সালের ৫ মে, সোমবার, ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।তাঁর মৃত্যুতে গোটা মাদবরেরচর ইউনিয়নে নেমে এসেছে শোকের ছায়া। তিনি ছিলেন একজন নির্ভীক রাজনৈতিক সংগঠক, মানবিক সমাজসেবক ও মানুষের নেতা। সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে তিনি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সুপরিচিত ছিলেন।৬ মে, মঙ্গলবার, বিকেল ৪টায় তাঁর নামাজে জানাজা নিজ বাড়ির মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন শত শত মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় আলেম, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাজার আগে শিবচর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ এবং স্থানীয় জনগণ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন