নরসিংদী মাধবীর মেহের পাড়ায় বৃদ্ধ মহিলার হামলাকারী নাদিম কে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
মঙ্গলবার, ৬ মে, ২০২৫
-
৫
বার পড়া হয়েছে

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি .. নরসিংদী মাধবদীর থানার মেহেরপাড়া ইউনিয়নে ০৪ নং ওয়ার্ড পৌলানপুর গ্রামে চাঁদা না দেওয়ায় বৃদ্ধ নূরজাহান এবং ছোট পুত্রবধূ সহ দেবরের বউ কে মারপিট করে মারাত্বক ভাবে আহত করে এবং বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করে কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন করে, চলে যাওয়ার সময় নগদ প্রায় ২ লক্ষ টাকা নিয়ে যায়। এই ঘটনায় মোশাররফ নামে এক ব্যাক্তী মাধবদী থানায় একটি মামলা দায়ের করে। মামলা করার পর নাদিম নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করে মাধবদী থানা পুলিশ। অন্যান্য আসামীরা হলো
১! আবুল হোসেন সানি
২! সাদ্দাম হোসেন
৩! নাদিম হাসান, ৪ আকিবুর দানিয়াল,জুনায়েত, অনিক, নাছিমা, মুক্তা, নাদিম কে আজ ২ টার পর৷ নাদিম কে আদালতে প্রেরন করে মাধবদী থানা পুলিশ। ।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন