হিজলায় এক নারীর পরকীয়ার কারনে দুই পরিবার বিপাকে
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শনিবার, ৩ মে, ২০২৫
-
৪
বার পড়া হয়েছে

হিজলা প্রতিনিধিঃ আলমগীর হোসাইন
বরিশালের হিজলা উপজেলায় এক নারীর পরকীয়ার কারনে দুই পরিবার বিপাকে। পরার অভিযোগ পাওয়া গেছে।
জানাযায় উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ছয়গাও গ্রামের আলাউদ্দিন মাঝির মেয়ে তানজিলা কৌশলে বিবাহ করে পার্শ্ববর্তী মেমানিয়া ইউনিয়নের দক্ষিন গঙ্গাপুর গ্রামে রাহাদ খানকে।তাদের দাম্পত্য জীবনে একটি সন্তান রয়েছে।গত ৯ মাস যাবৎ তানজিলা পশ্চিম গঙ্গাপুর গ্রামে আবুর খায়ের খানের ছেলে শামীমের সাথে পরকীয়া করে আসছে।গত ২৫ তারিখে শামীম ব্যবসায়িক কাজে ঢাকায় রওয়া দিলে তানজিলা স্থানীয় ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে লঞ্চে শামীমকে মারধর করে নগদ টাকা নিয়ে যায়।পরের দিন তানজিলা তার স্বামীকে তালাক না দিয়ে স্থানীয় ভাড়াটে সন্ত্রাসী নিয়ে শামীমের বাবার থেকে সাদা ষ্ট্যাম্পে সাক্ষর নেয়।তারা শামীমের বাবাকে হুমকি দিয়ে বলেন শামীম কে না পেলে এই ষ্ট্যাম্প দিয়ে আপনার সব সম্পত্তি দখল করা হবে।এ ঘটনায় ভুক্তভোগী শামীমের বাবা আবুল খায়ের ভয়ে দিনরাত পার করছেন।অন্যদিকে তানজিলার স্বামী বলেন আমাকে জোড়পূর্বক বিয়ে করে।আলেম হওয়ায় মেনে নিয়েছি।এখন একটি সন্তান থাকা সত্তেও আমাকে তালাক না দিয়ে অন্য ছেলে বাড়িতে গিয়ে উঠছে।হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বলেন বিষয়টি অবগত আছি।ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন