স্বাস্থ্যসেবা নিশ্চিতে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার ৬ বছর ফুর্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শনিবার, ৩ মে, ২০২৫
-
২
বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।
‘স্বাস্থ্য সচেনতাই, সুস্থ থাকার প্রথম শর্ত’ এই স্লোগান সামনে রেখে চাঁদপুর শাহরাস্তি থানার দাদিয়াপাড়া গ্রামের স্থানীয় জনগণের কল্যাণে প্রথমবারের মতো ১ দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার সকলের যৌথ উদ্যোগে দেশ ও প্রবাসীদের পৃষ্টপোষকতা ও সার্বিক সহযোগিতায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার অফিস সংলগ্ন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্পে ১ দিনে প্রায় ২০০ রোগীর ফ্রি চিকিৎসা পরামর্শ ও ফ্রি প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।ফ্রি মেডিক্যাল ক্যাম্পে দায়িত্বরত হিসেবে ছিলেন, ডা.আবদুল্লাহ আল মুহাইমিন, মেডিসিন বিশেষজ্ঞ, এমবিবিএস (ঢাকা) সিসিডি (বারডেম)। ডা. শাহনাজ ইরফাত সাথী, এমবিবিএস (সি.ইউ) পিজিটি (গাইনী এন্ড অবস) সিসিডি (বারডেম)। সহ নেতৃতে মোট সাত জনের মেডিকেল টিম ও চক্ষু, মেডিসিন, প্রসুতি ও নারী স্বাস্থ্য, দন্ত, নাক-কান গলা, শিশু ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্নয়ে সেবা প্রদান করেন। ক্যাম্পে আগত রোগীরা বিনামূল্যে প্রয়োজনীয় এই সেবা পেয়ে আয়োজক ও পৃষ্টপোষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার সকল সদস্যদের স্বেচ্ছাশ্রমে রোগীদের রেজিস্ট্রেশন আন্তরিক প্রচেষ্টায় এবং অক্লান্ত পরিশ্রমে এই মেডিকেল ক্যাম্প আয়োজন করা সম্ভব হয়েছে। দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা আমেরিকা প্রবাসী ওমর ফারুক সাহেব বলেন, চিকিৎসা সেবা নিশ্চিত করা মানুষের কল্যাণে কাজ করাই তাদের উদ্দেশ্য এবং তার ভবিষ্যতে আরও এই রকমের ক্যাম্প আয়োজন করার পরিকল্পনা আছে এবং তিনি চান বাংলাদেশে যারা ব্যবসায়ী এবং ধনী লোকজন আছেন তাদের উদ্যোগে বিশেষজ্ঞ ডাক্তারেরা দুস্থ রোগীদের সেবা দেবেন।
তিনি আরো বলেন, দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার মাধ্যমে দরিদ্র অসহায় মানুষের সেবা দান, শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাট সংস্কার, বন্যায় ক্ষতিগ্রস্তদের সেবা, এবং খেলাধুলা নিয়ে কাজ করে মাদক মুক্ত সমাজ গড়তে এবং নেতৃত্ব তৈরি করতে এই সামাজিক সংগঠনটি কাজ করে যাচ্ছে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন