খুলনা জেলার বটিয়াঘাটায় জুয়া চক্রের ৯ সদস্য গ্রেফতার; নগদ টাকা ও তাস উদ্ধার
প্রতিনিধির নাম :
প্রকাশিত:
শনিবার, ৩ মে, ২০২৫
১৯
বার পড়া হয়েছে
মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার
খুলনা জেলার বটিয়াঘাটায় জুয়া চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে বটিয়াঘাটা থানা পুলিশ। ০২ মে দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে বটিয়াঘাটা থানাধীন হাটবাটী গ্রামের একটি চায়ের দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মঞ্জুরুল ইসলাম (৪৬), ২। পলাশ সরদার (৪০), ৩। বিপ্লব পাল (৪০), ৪। অসীত রায় (৩৫), ৫। হিমাদ্রী বিশ্বাস (৩৫), ৬। প্রনব বাছাড় (৩৫), ৭। জগদীশ সরদার (৫০), ৮। মোবারক মোল্লা (৩৫) ও ৯। পরিমল বিশ্বাস (৫৫)। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ১টি বেতের পাটি, ১টি বস্তা, ২ সেট তাসের বান্ডেল ও নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ জুয়া চক্রের সাথে জড়িত। তারা অর্থের বিনিময়ে বিভিন্ন স্থানে জুয়া খেলে থাকে। এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় প্রকাশ্য জুয়া আইনে একটি মামলা রুজু হয়েছে।