আমদিয়া ইউনিয়ন আখালিয়া গ্রামে মাদক কে নির্মুল করতে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শুক্রবার, ২ মে, ২০২৫
-
১
বার পড়া হয়েছে

শায়েখ জাকির হুসাইন ব্রাহ্মমান প্রতিনিধি সমগ্র বাংলাদেশ।
মাদক কে নির্মুল করতে একটি বিশাল আলোচনা সভার আয়োজন করা হয়, এতেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমদিয়া ইউনিয়ন যুবদল এর সাধারণ সম্পাদক, ইএম মেহেদী হাসান, আরো উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি, গুলবক্স ভুইয়া, জনাব শামসুজ্জামান মাস্টার, জনাব এস এম সোহেল রানা, জনাব আরিফ মাস্টার, জনাব,নুর কাইয়ুম, জনাব,মাওলানা, খন্দকার আবুল কাসেম সাহেব, সভাপতিত্ব করছেন, জনাব মোঃ আরমান মিয়া, জনাব মোঃ বেদন মিয়া, সহ আরো অনেকে এখানে উপস্থিত ছিলেন, এখানে বিভিন্ন বিষয়ে মাদক কে নির্মুল করার বিষয়ে কথা বলা হয়, মাদক কে কিভাবে নির্মুল করা যায়, বক্তারা এ বিষয়ে কথা বলে, আমাদের সুন্দর করার জন্য মাদক কে না বলতে হবে, সন্তান কে কুরআন শিক্ষা দিতে হবে, তাহলে আপনার আমার সন্তান মাদক থেকে বেচে থাকতে পারবে, এসমস্ত কথায় বক্তারা বলে,। মাদক হচ্ছে ইসলামে সম্পুর্ণ হারাম, করেছেন,আল্লাহ তায়ালা। খন্দকার আবুল কাসেম সাহেব বলে, সুদ ঘোষ এর বিরুদ্ধে বিভিন্ন কথা বলে, সমাজ কিভাবে চলবে কুরআন এবং হাদিস দ্বারা বক্তারা একথা বলে, আমাদের সকলের দায়িত্ব হচ্ছে আমাদের সন্তান কে কুরআন শিক্ষা দিতে হবে, তাহলেই আমাদের সন্তানেরা সঠিক দ্বিন শিক্ষা করতে পারবে। সর্বশেষ আলোচনা সভার প্রধান অতিথি, ইএম মেহেদী হাসান, মাদক নির্মুল করতে নিয়ে বিভিন্ন কথা বলে। আলোচনা সভা শেষ করা হয়।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন