সুনামগঞ্জের শাল্লায় বজ্রাঘাতে কলেজ ছাএ মৃশাল্লাত্যু
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
-
১১০
বার পড়া হয়েছে

শংকর ঋষি সুনামগঞ্জ প্রতি নিধি
সুনামগঞ্জের শাল্লায় বজ্রাঘাতে রিমন তালুকদার(২৪) নামে এক কলেজ ছাত্রের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। সোমবার (২৮ এপ্রিল)সকাল ৬ টায় উপজেলার আটগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।তিনি একই গ্রামের আবু জাহেদ তালুকদারের ছেলে ও শাল্লা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদের ভাতিজা।স্থানীয় সূত্রে জানা যায়, রিমন তালুকদার শাল্লা সরকারি কলেজের স্নাতক ২য় বর্ষের ছাত্র। সকাল ৬টার দিকে বাড়ির পাশে বুরিজাঙ্গাল হাওরে গরু নিয়ে যায়। তখন তীব্র বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় বজ্রপাতে একটি গরুও মারা যায়।এ ব্যাপারে শাল্লা থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, আটগাও ইউনিয়ন এর রিমন তালুকদার সকাল বেলা ৪টি গরু নিয়ে ঘাস খাওয়াতে বুরিজাঙ্গাল হাওরে যায় হটাৎ বজ্রপাত পরে রিমন মিয়া ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় বজ্রপাতে একটি গরুও মারা যায়।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন