এক দিনে তৈরি হয়নি সাবেক ছাত্র নেতা মোঃ রুবেল মুন্সী
                    
					
					
				 	
					
					
					 
                        
                            
                            
                                
                                    
										
										
																			
								প্রতিনিধির নাম :								
																
								
								
                                    
                                    
                                        
                                            -    
											প্রকাশিত: 
																						সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫											
												
																																			
-  
											 
																																			৮৭																				   
																						বার পড়া হয়েছে  
											
                                  
                                 
                             
                         
                     
					
					
						
					
					
                    
                         
						 
							
							 
                     
                    
                        
মাদারীপুর প্রতিনিধি
রাজনীতির মসৃণ পথ ধরে এগিয়ে আসেননি মোঃ রুবেল মুন্সী। তার আজকের অবস্থান দীর্ঘ ত্যাগ, সংগ্রাম এবং আত্মত্যাগের ফল। শিবচর উপজেলার এই রাজপথের সৈনিকের জীবনগাঁথা বলছে-এক দিনে তৈরি হয়নি মোঃ রুবেল মুন্সী। দীর্ঘ ১৭ বছর ধরে রাজপথে থেকেছেন রুবেল মুন্সী। মামলা-হামলা, জেল-জুলুম, কারা-নির্যাতন সবই তাকে ছুঁয়ে গেছে। ২০১২ সালের ৯ ডিসেম্বর আওয়ামী সরকারের বাহিনীর গুলিতে আহত হয়ে গ্রেফতার হন এবং তিন দিনের রিমান্ডসহ এক মাস ১৩ দিন কারাভোগ করেন। কারাগারের অভ্যন্তরে নানান অবর্ণনীয় কষ্ট সহ্য করে আজও অটুট আছেন তিনি দলের প্রতি তাঁর অঙ্গীকারে। এসব সংগ্রাম আর আত্মত্যাগই তাকে তৃণমূলের শক্তিশালী নেতা করে তুলেছে।কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ সেই রুবেল মুন্সীকে রাজনৈতিকভাবে হেয় করার জন্যঅপপ্রচারে মেতেছে একটি কুচক্রী মহল। ফ্যাসিবাদী সরকারের দোসর, সুবিধাভোগী এবং তথাকথিত কিছু সাংবাদিকের যোগসাজশে তার বিরুদ্ধে চাঁদা দাবির পর চাঁদা না দেওয়ার কারণে শুরু হয় পরিকল্পিত অপপ্রচার। ফেসবুকে মিথ্যা পোস্ট, মনগড়া সংবাদ প্রকাশের মাধ্যমে তার ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে। রুবেল মুন্সী নিজেই বলেন, “আমি আমাদের রাজনৈতিক আদর্শের প্রতি অটল। তারেক রহমানের নেতৃত্বে কাজ করছি এবং বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ করিনি, করবোও না।” তিনি আরও জানান, শিবচর উপজেলায় নিরীহ মানুষের উপর অত্যাচার ও চাঁদাবাজি কখনোই মেনে নেননি, এবং এ কারণেই সুবিধাবাদী মহল তার বিরুদ্ধে উঠে-পড়ে লেগেছে।শিবচরের তৃণমূল নেতাকর্মীদের মাঝেও এই অপপ্রচারের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের বিশ্বাস, মোঃ রুবেল মুন্সীর মতো ত্যাগী নেতাদের পাশে থেকে বিএনপির আসল সৈনিকদের মর্যাদা রক্ষা করতে হবে। রাজনীতির কঠিন বাস্তবতায় দাঁড়িয়ে মোঃ রুবেল মুন্সী প্রমাণ করেছেন, এক দিনে নেতা হওয়া যায় না দরকার হয় বছরের পর বছর ত্যাগ, সংগ্রাম ও নিষ্ঠার। আর এভাবেই তিনি নিজেকে শিবচরের রাজনীতিতে একজন প্রকৃত শহিদ জিয়াউর রহমানের আদর্শ এর সৈনিক হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছেন।
                     
					
					
					
					
										
                    
                        
সংবাদটি শেয়ার করুন
                    
                    
					
					
					
					 
			 				   
				   	
			 
			 				   				
				
					
									
                    
                       আরো সংবাদ পড়ুন