1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩ ও ৭ ডিসেম্বর ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেরপুর সদর কোর্ট বার্ষিক পরিদর্শন। সৌদিতে এক সপ্তাহে অসংখ্য অবৈধ প্রবাসী গ্রেফতার ও বহিষ্কার বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা/তাঁদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইটের সদস্য/তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠান ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেরপুর সদর কোর্ট বার্ষিক পরিদর্শন। গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানার উদ্যোগে গণসংযোগ এর আয়োজন করা হয়।।।। আনোয়ার হোসেন উজ্জ্বলের নির্দেশনায় ভায়ালক্ষীপুর ইউনিয়নে বিএনপির ৩১ দফা প্রচারণা ঝিনাইগাতী সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার চোরাচালানী মালামাল আটক ফের ভূমিকম্পে কাঁপল ঢাকা দাকোপের পানখালী বাজারে পাপুলের পক্ষে গণসংযোগ, লিফলেট বিতরণ ও প্রচারণা মিছিল

কাজিপুরে প্রাথমিকের বই কেজি দরে বিক্রি করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

শ্পেশাল প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই বিধিবহির্ভূতভাবে বিক্রির ঘটনা ঘটেছে। প্রাথমিকের এসব বই কেজি দরে হকারের নিকট বিক্রির বিষয়টি জানাজানি হওয়ায় শিক্ষার্থী অভিভাবকদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। আর এই ঘটনায় আইনি ব্যবস্থা নেবার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।সরেজমিনে, (২৭ এপ্রিল) রোববার সকালে উপজেলার বেড়িপোটল বাসস্ট্যান্ডে ক্রেতাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে ৫ম শ্রেণীর বিভিন্ন বিষয়ের ২০২৪ সালে মুদ্রিত বস্তাভরা বই পাওয়া যায়। এসময় পুরোনো বই ক্রেতা হারান মিয়া বলেন, পার্শ্ববর্তী বেড়িপোটল পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ১৮ টাকা কেজি দরে মোট ৩০ কেজি পুরাতন বই কিনেছেন তিনি।
এ বিষয়ে খোঁজ নিতে গেলে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম বলেন, পুরাতন বই আগেও আমরা এভাবেই বিক্রি করেছি। কোন সমস্যা হয়নি।বিক্রির বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রায়হানুল ইসলাম বলেন, ২০২৪ সালের ব্যবহৃত পুরাতন বই বিক্রি করেছি। তবে এ সংক্রান্ত বিধিবিধান আমার জানা নেই। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরও জানান বই বিক্রয়ের সাথে আমরা পুরাতন তিনজন শিক্ষক ব্যাতিত অন্য কোন শিক্ষক জানেনা রেজাউল করিমের কথামত বই বিক্রয় করা হয়েছে। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ও বেড়িপোটল পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাসুদ রানা বলেন, বই বিক্রির বিষয়টি আমি অবগত নই। তবে নতুন বইয়ের সংকট থাকলে পুরাতন বই বিতরণ করতে হবে। পুরাতন বই কমপক্ষে দুই বছর বিদ্যালয়ে সংরক্ষণ করতে হবে।আলমপুর গ্রামের একজন অভিভাবক আবেদুর রহমান বলেন, এটা খুবই দুঃখজনক। শিক্ষকরা নিয়ম জানে না। এটা কেমন কথা? তাহলে তো শিক্ষার্থীরা নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত হবে যা জাতির জন্য মোটেও সুখকর নয়।কাজিপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো বই বিক্রির ক্ষেত্রে নীতিমালা রয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির অনুমোদন ও রেজুলেশন ছাড়া পুরোনো বই বিক্রি করা যাবে না। এরকমটি হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে। # (ছবি আছে)মোঃআব্দুর রহিম স্পেশাল প্রতিনিধি অভিযান নিউজ টিভি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট