বই পড়ে জামায়াতকে জানুন, জামায়াতে যোগ দিন
                    
					
					
				 	
					
					
					 
                        
                            
                            
                                
                                    
										
										
																			
								প্রতিনিধির নাম :								
																
								
								
                                    
                                    
                                        
                                            -    
											প্রকাশিত: 
																						শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫											
												
																																			
-  
											 
																																			৭৮																				   
																						বার পড়া হয়েছে  
											
                                  
                                 
                             
                         
                     
					
					
						
					
					
                    
                         
						 
							
							 
                     
                    
                        
মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার:
সারাদেশের ন্যায় চৌদ্দগ্রাম উপজেলায়ও চলছে জামায়াতে ইসলামীর গণসংযোগ পক্ষ-২০২৫। ২৫ এপ্রিল শুক্রবার পর্যন্ত চলবে এ কার্যক্রম। এ লক্ষে গত ১১ এপ্রিল শুক্রবার থেকে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে প্রকাশ্যে গণ সংযোগ ও সদস্য সংগ্রহ করছে নেতাকর্মীরা। গত ১৭ বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে চৌদ্দগ্রাম বাজারে দাওয়াতি বুথ করে সমর্থক ফরম বিলি ও সমর্থক সংগ্রহ করছে পৌর জামায়াত। ইসলামী সংগঠন জামায়াতের কার্যক্রমে সন্তুষ্ঠ হয়ে ইতোমধ্যে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ সমর্থক ফরম পূরণ করেছে। 
বুধবার বিকেলে পৌর জামায়াতের আমীর মাওলানা মুহাঃ ইব্রাহিম মাইকে বাজারের পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, ‘জামায়াতে ইসলামী মানুষের কল্যাণে কাজ করে। ইসলামী আন্দোলন করা সকলের জন্য প্রয়োজন। আমাদের বুথে আসুন, বিনামূল্যে বই নিয়ে যান। বই পড়ুন, জামায়াতকে জানুন। জামায়াতে যোগ দিন’।পৌর জামায়াতের সেক্রেটারী মোশারফ হোসেন ওপেলের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী মোঃ এয়াছিন, ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মফিজুর রহমান, মাওলানা আরিফুর রহমান, মাওলানা নুর আহম্মেদ, আবু নাসের ভুঁইয়া, আলা উদ্দিন, মোস্তফা কামাল খাঁ, শাহ আলম, লিয়াকত শিকদার প্রমুখ।
                     
					
					
					
					
										
                    
                        
সংবাদটি শেয়ার করুন
                    
                    
					
					
					
					 
			 				   
				   	
			 
			 				   				
				
					
									
                    
                       আরো সংবাদ পড়ুন