প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ৬:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৫, ১:০১ পি.এম
নরসিংদী সদরের আলোকবালী ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা আমির মেম্বার খুন
তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি।
নরসিংদীতে প্রবাস ফেরৎ ভাইকে দেখতে বাড়ি আসা সাবেক ইউনিয়ন ছাত্রলীগ নেতা আমির হোসেন সরকার ( ৩০ )পিতা হক মিয়া -কে কুঁপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। ২২ এপ্রিল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আলোকবালীতে এ ঘটনা ঘটে।আমির হোসেন সরকার সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি আলোকবালী গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে। হামলায় তার ভাই ও পিতা আহত হয়েছেন।পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, চরাঞ্চলে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ থাকায় গত ৫ আগস্টের পর থেকে এলাকার বাইরে ছিলেন আমির হোসেন সরকার। দীর্ঘ ৯ বছর পর প্রবাস ফেরৎ ভাইকে দেখতে ২২ এপ্রিল মঙ্গলবার গোপনে বাড়ি আসেন তিনি। এ সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আমির হোসেনসহ আরও ২ জন। স্বজনেরা গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে স্পিডবোড যোগে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমির হোসেনকে মৃত ঘোষণা করেন।নদীতে কঁচুরিপানা থাকায় হাসপাতালে নিতে দেরী হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।নিহতের ভাই সোহরাব মিয়া ( ২৭ ) বলেন, 'সোমবার রাতে তার বড় ভাই রফিকুল ইসলাম নয় বছর পর মালয়েশিয়া থেকে দেশে আসেন। ঢাকার বিমানবন্দর থেকে রাতে বাসায় নিয়ে আসেন অপর ভাই আমির হোসেন সরকার। আজ দুপুরে আমির হোসেন সরকার ও রফিকুল ইসলাম ও আমির হোসেনের বাঁক প্রতিবন্ধী বাবা হক মিয়াকে কুঁপিয়ে জখম করে স্থানীয় বিএনপি নেতা জব্বার , তারা মিয়া , আমিরুল , শামসুল হকের ছেলে আলী , জিহাদ , খোকন মিয় সহ ১০/১২ জন। হাসপাতালে নেওয়ার পথে তার ভাই মারা যায়। তারা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।’নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ এমদাদুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা তদন্ত করছেন। আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। অপরদিকে হাসপাতলে আমির হোসেন মেম্বারের লাশ আনলে স্বজনদের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।নরসিংদী সদর হাসপাতালের ডিউটি ডাক্তার সজীব জানান তার পাল্স নেই সে মৃত্যুবরণ করেছে।
--------------------------------------------
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত