চৌদ্দগ্রাম উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অপরাধ প্রতিরোধে কোর্ট পরিচালনা করা হয়
                    
					
					
				 	
					
					
					 
                        
                            
                            
                                
                                    
										
										
																			
								প্রতিনিধির নাম :								
																
								
								
                                    
                                    
                                        
                                            -    
											প্রকাশিত: 
																						
											বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫											
												
																																			
 
											
												
												
												
							
											-  
											 
																																			৮০																				   
																						বার পড়া হয়েছে  
											
 
												
												 
										 									
				
                                        
                                                                      
                                 
                             
                         
                     
					
					
						
					
					
                    
                         
						
							
							 
                     
                    
                        
মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার
এ প্রেক্ষিতে চৌদ্দগ্রাম উপজেলার মিয়া বাজার এলাকার গ্রামীণ রেস্তোরাঁ এন্ড সুইটস, ঈশিতা সুইটস এন্ড কনফেকশনারি, আফতাব সুইটস এন্ড কনফেকশনারি এবং হীরা সুইটস এন্ড কনফেকশনারিতে অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জাকিয়া সরওয়ার লিমা, সহকারী কমিশনার (ভূমি), চৌদ্দগ্রাম, কুমিল্লা। অভিযান পরিচালনায় সহায়তা করেন চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টীম।অভিযানকালে দোকানসমূহের বিভিন্ন লাইসেন্স, সেবাগ্রহীতাকে সঠিকভাবে ওজনে পণ্যসামগ্রী দেয়া হচ্ছে কিনা , প্রতিটি পণ্য/সেবার মূল্য তালিকা আছে কিনা ইত্যাদি যাচাই করা হয়।উক্ত অভিযান পরিচালনাকালে নিম্নোক্ত বিষয়সমূহ লক্ষ্য করা যায়:১) গ্রামীণ রেস্তোরাঁ এন্ড সুইটস, ঈশিতা সুইটস এন্ড কনফেকশনারি এবং হীরা সুইটস এন্ড কনফেকশনারিতে কোন ধরনের মিষ্টি এবং দই জাতীয় খাদ্রদ্রব্য তৈরি এবং বাজারজাতকরণের বিএসটিআই লাইসেন্স নেই। আফতাব সুইটস এন্ড কনফেকশনারিতে টোস্ট এবং ব্রেড প্রস্তুত ও বাজারজাতকরণের বিএসটিআই লাইসেন্স থাকলেও মিষ্টিজাত দ্রব্যের জন্য কোন ধরনের লাইসেন্স নেই।২) উল্লেখিত সবগুলো প্রতিষ্ঠানেই ওজন ও পরিমাপদন্ড সঠিকভাবে কাজ করছে কিনা সেই মর্মে বিএসটিআইয়ের কোন ক্যালিব্রেশন সার্টিফিকেট নেই।৩) প্রস্তুতকৃত মিষ্টি জাতীয় দ্রব্যসামগ্রীর মোড়কের গায়ে উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের কোন তারিখ পাওয়া যায় নি।গৃহীত পদক্ষেপ:১) উল্লেখিত অপরাধসমূহ আমলে নিয়ে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর তফসিলভুলত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক গ্রামীণ রেস্তোরাঁ এন্ড সুইটস, ঈশিতা সুইটস এন্ড কনফেকশনারি, আফতাব সুইটস এন্ড কনফেকশনারি এবং হীরা সুইটস এন্ড কনফেকশনারিতে মোট ২৮,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তৎক্ষণাৎ আদায় করা হয়।
                     
					
					
					
					
										
                    
                        
সংবাদটি শেয়ার করুন
                    
                    
					
					
					
					 
			 				   
				   	
			 
			 				   				
				
					
									
                    
                       আরো সংবাদ পড়ুন