1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় গণমাধ্যমকর্মীদের নিয়ে গুজব ও অপতথ্যরোধ বিয়ষক সেমিনার অনুষ্ঠিত নন্দীগ্রামে ধান ও সেদ্ধ চাল সংগ্রহে অনিয়ম ঠেকানোর তাগিদ হিজলা থানার ওসির বদলী স্থগিত এর দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার ঝালকাঠির রাজাপুরে গুম-খুনের ঘটনায় তদন্ত শুরু করলো গুম-খুন কমিশনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিজলা উপজেলায় খালের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু খুলনার দাকোপে তরমুজ মৌসুমে নদীর পানি শুকিয়ে যাওয়ায় চলছে খাল দখলের মহা-উৎসব নরসিংদীর শীলমান্দী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় নরসিংদীর শীলমান্দী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় খুলনায় বাংলাদেশে মন্ট্রিল প্রোটোকল বাস্তবায়নে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

পৌর ছাত্রদলের আহ্বায়ক জনির বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, চোরাকারবারির অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। 

ময়মনসিংহে হালুয়াঘাট পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনির বিরুদ্ধে, সন্ত্রাসী, চাঁদাবাজি চোরাকারবারি, ভাড়াটিয়া গুন্ডা হিসাবে বাড়ি ঘর ভাঙচুর সহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্র-জনতার আন্দোলনে দেশ যখন স্বাধীন হয়েছে ঠিক তখনই ছাত্রদল নেতা জনি সহ তার গুন্ডাবাহিনী নিয়ে লুটপাট, চাঁদাবাজি, বালু মহাল দখল, সীমান্তের চোরাকারবারি সহ বিভিন্ন অপরাধের সাথে সরাসরি জড়িয়ে পড়ে। তার দাপটে সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও মুখ খুলতে সাহস পাইনি। তার বিরুদ্ধে এ পর্যন্ত বেশ কয়েকটি লিখিত অভিযোগ থানায় দায়ের করা হয়েছে। তবে হালুয়াঘাট পৌর ছাত্রদলের আহ্বায়ক থাকায় তার বিরুদ্ধে আইনি কার্যক্রম স্থগিত রয়েছে বলে মন্তব্য করেন বিএনপি’র একাংশের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্প্রতি একটি ঘটনায় ছাত্রদল নেতা জনিকে নিয়ে নতুন করে ফের আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। গত ১৭ এপ্রিল সন্ধ্যায়, হালুয়াঘাট উত্তর বাজারের মোহাম্মদ আলীর পুত্র নাহিদ হাসান উজ্জল হালুয়াঘাট মধ্য বাজারে গোবিন্দ জুয়েলার্সের দোকানে অবস্থানকালীন সময়ে তাকে পথরোধ করে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। এবং তার কাছ থেকে ২ লক্ষ টাকা ছিনিয়ে নেয় জনি। এ ঘটনায় নাহিদ হাসান উজ্জ্বল বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় বিএনপির একাংশের অন্যান্য নেতা কর্মীরা জনির উপর ক্ষিপ্ত হয়ে ধাওয়া করলে সে জীবন বাঁচাতে হালুয়াঘাট থানায় আশ্রয় নেন।
এ বিষয়ে নাহিদ হাসান উজ্জ্বল জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার উপর অতর্কিত হামলা চালায় এবং আমাকে রড দিয়ে পিটিয়ে আহত করে। আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
এদিকে হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমেদ জানান , ছাত্রদল নেতা জনি সহ তার সহযোগীদের নিয়ে গড়ে তুলেছে সন্ত্রাসী বাহিনী। গত ২০২৪ সালের নভেম্বর মাসের ১৯ তারিখ বিকেলে নাদিম আহমেদের বাড়িঘর ও ঘরের আসবাবপত্র ভাঙচুর সহ টাকা পয়সা সোনা গহনা ঘরের মালামাল ফ্রি স্টাইলে লুটপাট করে তারা। সেই সাথে বিল্লাল হোসেন নামে এক বিএনপি নেতার মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ করেও কোন বিচার পাইনি বলে জানান ভুক্তভোগী নাদিম আহমেদ সহ তার পরিবারের লোকজন। পূর্বে কয়েকটি চাঁদাবাজির মধ্যে সুস্পষ্ট উল্লেখযোগ্য নগদ অর্থসহ ব্যাংক চেক এর মাধ্যমে চাঁদাবাজির ঘটনা প্রকাশ পেয়েছে। যা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সুনাম ক্ষুন্ন হয়েছে। বেশ কিছুদিন আগে উপজেলার গোবরাকুড় এলাকার শাহ আলম নামে এক ব্যক্তির কাছ থেকে ইসলামী ব্যাংক একাউন্ট এর মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নেয়, যার আইডি নং, ৩০৬৪০০৭। এরপরেও এক লাখ পঞ্চাশ হাজার টাকার চেক লিখে নেন পৌর ছাত্রদল নেতা নূরে আলম জনি। উল্লেখ্য শাহ আলমের ভাগিনা রিফাত ছাত্রলীগ করতো। তখন পুলিশের ভয় দেখিয়ে আটকে রাখে তাকে। তার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করলেও শেষে ইসলামী ব্যাংকের মাধ্যমে তাকে নগদ পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়। পরে জোরপূর্বক আরো ১ লাখ ৪০ হাজার টাকার চেক লিখে নেন বলে জানান ভুক্তভোগী শাহ আলম। শাহ আলম আরো বলেন, নুর আলম জনির উশৃংখল আচরণে আমরা খুবই মর্মাহত। তার আচরণে মনে হচ্ছিল আমার বাড়িঘর লিখে দিয়ে হালুয়াঘাট থেকে চলে যাই। এই ঘটনা বিএনপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লোকজন অবগত আছেন। তারা বলছিলেন আপোষ মীমাংসার মাধ্যমে আমার টাকা আর চেক ফেরত দিবেন। তবে আজ পর্যন্তও এটা নিয়ে মাথা ঘামায়নি কেউ । আমরা অসহায় নিরিহ মানুষ, বিষয়টি বিএনপি’র উদ্বোধনে কর্তৃপক্ষের কাছে সুদৃষ্টি কামনা করছি। এ বিষয়ে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহবায়ক এনায়েত উল্লাহ কালাম বলেন, জনির উশৃংখল আচরণে উদ্বুদ্ধ পরিস্থিতি শান্ত করার জন্য মৌখিকভাবে সাংগঠনিক কার্যক্রম স্থগিত করতে বলা হয়েছে। এ সকল বিষয়ে বিএনপি’র যুগ্ন মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স সাংগঠনিকভাবে ব্যবস্থা নিবেন বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট