প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ৫:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৬:৪৬ পি.এম
ময়মনসিংহের তারাকান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ দম্পতিকে কুপিয়ে জখম, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি স্বামী-স্ত্রী
এস. এম. কে. মিজান, ময়মনসিংহ।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করেছেন আবুল হাসিম ফকির এবং তার পরিবার কে। আহত আবুল হাসিম ফকির এবং তার স্ত্রী সাবিহা খাতুন ভর্তি রয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আবুল হাসিম। আবুল হাসিম ফকির তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়ন এর বাথুয়াদী গ্রামের একজন সাধারণ কৃষক। তারই আপন ভাই জলকদর ফকিরের সাথে দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিরোধ চলছে। এরই জেরে গত শুক্রবার ১৮ ই এপ্রিল ভুক্তভোগী আবুল হাসিমের বড় ভাই এবং তার ছেলে আপেল ও হিমেল সহ অন্যান্য ৮/১০ জন মিলে দেশীয় অস্ত্র সহ হামলা করে। এসময় তারা বাড়িঘরে ভাংচুর সহ অস্ত্র দিয়ে আঘাত করে। ঘর থেকে নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় এবং বাড়ি থেকে ১২ টি গাছ কেটে নিয়ে যায়। এই হামলায় আবুল হাসিম ফকির ও তার স্ত্রী সাবিহা খাতুন মারাত্মক ভাবে আহত হন এবং আবুল হাসিম এর গুরুতর অবস্তায় রয়েছে।এই নিয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। ভুক্তভোগীর পরিবার প্রশাসনের কাছে সঠিক বিচার চান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত