প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ৭:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৫, ৩:৫৩ পি.এম
নন্দীগ্রামে প্লাস্টিকের বস্তায় চাল সংরক্ষণ করায় জরিমানা
তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার
বগুড়ার নন্দীগ্রামে পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে এক ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে। উপজেলাজুড়ে মনিটরিংয়ে তৎপর রয়েছে ভ্রাম্যমাণ আদালত।গতকাল বুধবার রাতে পৌর সদরের ওমরপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। সঙ্গে ছিলেন নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক আমির হোসেন।জানা গেছে, ওমরপুর বাসস্ট্যান্ডে পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিকের মোড়কে চাল সংরক্ষণ করার তথ্য পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। চাল বিক্রয়কালে হাতেনাতে আটক হন ব্যবসায়ী। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে তাকে ৫ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দন্ডিত মকবুল হোসেন পৌরসভার দামগাড়া মহল্লার তোজাম্মেল হোসেনের ছেলে। চাল সংরক্ষণে প্লাস্টিকের বস্তার ব্যবহার ঠেকাতে ব্যবসায়ীদের সতর্ক করেছে প্রশাসন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত