1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে ‘উত্তরণ’ কতৃক বাস্তবায়নাধীন ‘দূর্বার’ প্রকল্পের উপজেলা প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত দাকোপ উপজেলা নির্বাহী অফিসারের বড়দিন উপলক্ষে  খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও নদ অর্থপ্রদান চৌদ্দগ্রামে পুলিশ পরিচয়ে দিন-দুপুরে বিকাশে সাংবাদিকের দোকানের টাকা লুট ঝিনাইগাতীতে শুভ বড়দিন উদযাপন অফিস নোটিশ:অভিযান নিউজ টিভি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রারম্ভিক লড়াই শুরু হয়েছে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে। আজ পর্যন্ত সোমবার মোট ১৩ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।অপেক্ষামান রয়েছে আরো তিনজন নরসিংদী (০৩) আসনে আলহাজ্ব মোঃমনজুর এলাহীর,মনোনয়ন ঠেকাতে ষড়যন্ত্রের অভিযোগ ঝিনাইগাতীতে ভোট কেন্দ্রের প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা ময়মনসিংহে টেলিভিশন সাংবাদিকদ্রর দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বগুড়া-৪ : দুই উপজেলা থেকে মনোনয়ন নিলেন বিএনপির প্রার্থী

সুন্দরবনে জেলেদের ৩টি নৌকা নিয়ে গেল বিএসএফ, ৯ জেলে সারা রাত কাটালেন গাছে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

সুন্দরবনের ভেতর সীমান্ত নদী কালিন্দীর বাংলাদেশ অংশে মাছ ধরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জেলেদের তিনটি নৌকা নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় নদীর চরে ওই তিন নৌকা থেকে নয়জন জেলেকে জোর করে নামিয়ে দিয়ে যায়। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বকচরা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সারা রাত সুন্দরবনের গহিনে গাছে অবস্থান করার পর জেলেরা আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে অপর একটি নৌকায় লোকালয়ে ফিরে এসেছেন। ওই জেলেরা হলেন শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের রমজান আলী গাজী (৩৭), শাহজাহান আলী গাজী (৪৫), শাহাদাৎ হোসেন গাজী (৪০), মো. আব্দুল গাজী (৪২), রহমান গাজী (৩৪), আনার গাজী (৪৫) পারশেমারি গ্রামের আতাউর মোল্যা (৪০), কৈখালী গ্রামের নূর মোহম্মাদ (৬৫) ও মানিকপুর গ্রামের কেরামত গাজী (৬৫)। জেলে রহমান আলী গাজী জানান, ১০ এপ্রিল সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন থেকে পাস (অনুমতি) নিয়ে তাঁরা নয়জন তিনটি নৌকা ও জাল নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যান। গতকাল রাত নয়টার দিকে সীমান্ত নদী কালিন্দীর বকচর এলাকার বাংলাদেশের অংশে মাছ ধরার সময় স্পিডবোটে ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার শমসেরনগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা এসে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু বিএসএফদের কথা তাঁরা বুঝতে না পারায় একপর্যায়ে লাঠি দিয়ে ঠেলে তাঁদের নৌকা থেকে চরে নামিয়ে দেয়। পরে বিএসএফ তাঁদের তিনটি নৌকা নিয়ে চলে যায়। রহমান আলী গাজী আরও বলেন, এ সময় তাঁরা কৈখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল হামিদকে মুঠোফোনে বিষয়টি জানান। তখন ইউপি সদস্য তাঁদের বলেন, অনেক রাত হয়েছে, তাঁরা যেন গাছে থাকেন। ভোরে তিনি নৌকা পাঠালে ওই নৌকায় তাঁরা যেন ফিরে আসেন। সকাল সাতটার দিকে ইউপি সদস্য আব্দুল হামিদের পাঠানো নৌকা গেলে তাঁরা নয়জন জেলে লোকালয়ে ফিরে এসে কৈখালী বিজিবি ক্যাম্পে বিষয়টি জানান। এ বিষয়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, স্থানীয় এক জনপ্রতিনিধি বিষয়টি তাঁদের অবহিত করেছেন। তাঁরা বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। কৈখালী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুবেদার আবু বক্কর সাংবাদিকদের জানান, সীমান্তে মাছ ধরার সময় জেলেদের নৌকাকে বিএসএফ থামতে বলে। এ সময় জেলেরা ভয়ে নৌকা ফেলে নদীতে ঝাঁপ দিয়ে সুন্দরবনের গহিনে আশ্রয় নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট