পাহাড়ে হাতি ঠেকাতে টর্চলাইট দিলেন ইউএনও, গ্রামবাসী বলছে ‘মুক্তির পথ’
                    
					
					
				 	
					
					
					 
                        
                            
                            
                                
                                    
										
										
																			
								প্রতিনিধির নাম :								
																
								
								
                                    
                                    
                                        
                                            -    
											প্রকাশিত: 
																						
											বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫											
												
																																			
-  
											 
																																			৮৫																				   
																						বার পড়া হয়েছে  
											
                                  
                                 
                             
                         
                     
					
					
						
					
					
                    
                         
						 
							
							 
                     
                    
                        
মোঃ আনোয়ার হোসেন শেরপুর প্রতিনিধি।
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হাতি উপদ্রুত এলাকা স্থানীয় জনগণ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যদের মাঝে জ্বালানী তেল ও টর্চ লাইট বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার রাংটিয়া রেঞ্জ অফিসে সভাকক্ষে এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশরাফুল আলম রাসেল।ইউএনও বলেন, “বনাঞ্চল ঘেঁষা গ্রামগুলোতে রাতের বেলা বন্যহাতির আক্রমণের ঝুঁকি বেশি। এই পরিস্থিতি মোকাবিলায় ইআরটি সদস্যদের প্রস্তুত থাকতে হয়। তাই তাদের সহায়তায় জ্বালানী তেল ও টর্চ লাইট বিতরণ করা হলো।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক এস.বি. তানভীর আহমেদ ইমন, সহযোগী রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল করিম, তাওয়াকুচা বিট কর্মকর্তা মোঃ ইফাজ মোরশেদ শাহীল, ইউপি সদস্য গোলাম কিবরিয়া, ইআরটি’র সভাপতি, সম্পাদক ও সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।উপজেলা প্রশাসনের এই উদ্যোগে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। স্থানীয়রা জানান, প্রতিরাতে বনাঞ্চল থেকে হাতির হানা মোকাবিলা করতে গিয়ে নানামুখী সংকটে পড়তে হয়। বিশেষ করে আলো ও জ্বালানির অভাব বড় চ্যালেঞ্জ। এই সহায়তা তাদের আত্মবিশ্বাস বাড়াবে।উল্লেখ্য, উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যদের ২০টি টর্চ লাইট এবং স্থানীয় জনগণের মাঝে ৭০ লিটার জ্বালানী তেল বিতরণ করা হয়।
                     
					
					
					
					
										
                    
                        
সংবাদটি শেয়ার করুন
                    
                    
					
					
					
					 
			 				   
				   	
			 
			 				   				
				
					
									
                    
                       আরো সংবাদ পড়ুন