1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে পল্লী বিদ্যুতের শতাধিক শীতবস্ত্র বিতরণ নন্দীগ্রামে প্রশিক্ষণ কর্মশালা : তারেক রহমানের নির্দেশনা মাঠপর্যায়ে বাস্তবায়ন করবে প্রশিক্ষিত ছাত্রদল বাউফলে বিএনপির প্রার্থীর নেতাকর্মীদের লুটপাট এবং চাদা দাবীর অভিযোগ এবং আইনশৃঙ্খলার চরম অবনতি! বেগম খালেদা জিয়া দেশের উন্নয়ন ও কল্যাণে জীবন উৎসর্গ করে গেছেন: মিলন নরসিংদী জেলা পুলিশের অভিযানে গাঁজা উদ্ধারসহ ৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতি চাঁন সওদাগর আটক, অস্ত্র ও মাদক উদ্ধার স্কোপাস ইনডেক্স র‌্যাংকিংয়ে বিশ্বসেরা গবেষকদের তালিকায় বাকৃবির ১০ জন শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম -সমাজকল্যাণ সচিব লালমাইয়ে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় ট্রাক্টর জব্দ লাখো ভক্তের ঢলে ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে শুরু মহাপবিত্র বিশ্ব উরস শরীফ

ঢাকা দক্ষিণখানে চোরাই ও মাদকচক্রের গোপন কর্মকান্ড অনুসন্ধানে সাংবাদিক আহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি।

রাজধানীর দক্ষিণখানে চোরাই ও মাদকচক্রের গোপন কর্মকাণ্ড অনুসন্ধানে গিয়ে হামলার শিকার হয়েছেন চ্যানেল এস-এর অনুসন্ধানী প্রতিবেদকরা। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত তিনজন সাংবাদিক। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।ঘটনাটি ঘটে বুধবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণখান থানার কোটবাড়ী এলাকায় সিয়াম স্টোর সংলগ্ন পাকা রাস্তায়।চ্যানেল এস-এর অনুসন্ধানী রিপোর্টার তরিকুল ইসলাম দক্ষিণখান থানায় দায়েরকৃত মামলায় উল্লেখ করেন, তাদের টিম জানতে পারেন—কোটবাড়ী এলাকার এক বাড়িতে মেট্রোরেলের চোরাই মালামাল কেনাবেচা হচ্ছে। দুপুর একটার দিকে টিম সদস্যরা তথ্য-প্রমাণ সংগ্রহে পালনের বাড়ির দিকে গেলে হঠাৎ ক্যামেরায় ধরা পড়ে ঐ চক্রের মাদক বিক্রির কিছু দৃশ্য।ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানালে, পুলিশ পৌঁছানোর আগেই চক্রটির সদস্যরা হামলা চালায়। মনির শিকদার (৩৬), জয়নব বেগম (৩৮), ফয়সাল (২৫) ও আরও ১৫-২০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়।হামলায় রিপোর্টার মিজানুর রহমান (৩০) গুরুতর আহত হন। তার মাথায় এলোপাথাড়ি আঘাত করে রক্তাক্ত করা হয় এবং তার কাছ থেকে একটি ভিভো এক্স৮০ (মূল্য প্রায় ৮০ হাজার টাকা) ও একটি গোপন ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। ক্যামেরাপারসন শাকিল আল ফারুকী (২৯) গুরুতর আহত হন, এবং রিপোর্টার শান্ত ইসলাম (২৫)-এর কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।চক্রটি ঘটনাস্থলে চ্যানেল এস-এর ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করে এবং ক্যামেরার মেমোরি কার্ড নিয়ে যায়, যেখানে চোরাই মালামাল ও মাদকের ভিডিও ফুটেজ সংরক্ষিত ছিল। সবমিলিয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ।এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক বৃদ্ধা জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরেই চোরাই মালামাল কেনাবেচা, মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তিনি জানান, ফয়সাল নামের একজন কিশোর গ্যাং লিডার যেকোনো প্রতিবাদেই দলবল নিয়ে হামলা চালায়।দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান মির্জা,জানান, সাংবাদিকদের ওপর হামলা কোনভাবেই বরদাস্ত করা হবে না। এ ঘটনায় একটি নারী সদস্যকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।আহত সাংবাদিক মিজানুর রহমান ও শাকিল আল ফারুকী বর্তমানে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।এই রিপোর্ট লেখা পর্যন্ত যতটুকু জানা যায়। গঠনস্থলে পুলিশ পৌঁছিলে একজন আসামিকে গ্ৰেফতার করতে সক্ষম হয়। অভিযুক্ত ১নং আসামিকে ও তার সহ কর্মিদের পুলিশ গ্ৰেফতার করতে সক্ষম হয়নি অজ্ঞাত কারণে। উক্ত আসামি গং প্রকাশ্যে ঘোরাফিরা করছে বলে যানা যায়। আহত সাংবাদিকদের আত্মীয়-স্বজন দাবী করেন অভিযুক্ত সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্ত্রীর ব্যবস্থা করা হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট