প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ৬:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৫, ১:৫৩ পি.এম
নন্দীগ্রামে পহেলা বৈশাখ উৎসব ঘিরে নিরাপত্তার প্রস্তুতিসভা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বাংলা বর্ষবরণের পহেলা বৈশাখ উৎসবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখবে উপজেলা প্রশাসন। উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার বিকেলে পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানু। পরিসংখ্যান অফিসার রবিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রাণীসম্পদ অফিসার কল্পনা রাণী রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম, কৃষি সম্প্রসারণ অফিসার শর্মিলী ইসলাম, সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, যুব উন্নয়ন অফিসার আব্দুর রউফ, পল্লী বিদ্যুতের ডিজিএম শাহাদত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আক্তার বানু, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, আবুল কালাম আজাদ, রেজাউল করিম কামাল, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম প্রমুখ। বর্ষবরণ উৎসবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত