নারী নির্যাতন ও হত্যা মামলার জেল পলাতক দুই আসামি গ্রেফতার
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
-
১৭
বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন শেরপুর প্রতিনিধিঃ
জামালপুর র্যাব-১৪,এর পৃথক,পৃথক অভিযানে শেরপুর জেলা কারাগার থেকে পলাতক দুই হাজতীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন নারী নির্যাতন মামলার আসামি আফরোজ আলী (২৮) ও হত্যা মামলার আসামি রাজিব মিয়া (২৯)।জামালপুর র্যাব – ১৪, এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। র্যাব -১৪ জানায় গত ৫ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দে সরকার পতনের পর শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী হামলা চালিয়ে ৫১৮ জন হাজতী ও কয়েদীদের পালাতে সহায়তা করে। এ ঘটনার পর র্যাব-১৪ পলাতকদের তালিকা সংগ্রহ করে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।এই অভিযানের অংশ হিসেবে, ৩ এপ্রিল ২০২৫ তারিখ সন্ধ্যা ৭টা শেরপুর সদর উপজেলার কুসুমহাটি এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় জেল পলাতক হাজতী আফরোজ আলী (২৮) কে আটক করা হয়।ও শ্রীবরদী থানার মামলা নং-০৮, নারী নির্যাতন ১১(গ) ধারায় অভিযুক্ত ছিলেন।অপরদিকে, একই দিনে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে শেরপুর সদর থানার পশ্চিম শেরি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার জেল পলাতক হাজতী রাজিব মিয়া (২৯) কে গ্রেফতার করা হয়। তিনি শ্রীবরদী থানার মামলা নং-০৭/২০২৩, পেনাল কোড ১৮৬০ এর একাধিক ধারা অনুযায়ী অভিযুক্ত ছিলেন।গ্রেফতারকৃত দুই হাজতীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন