প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ১২:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ১:৫২ পি.এম
মাধবদীতে সৈয়দ বাগদাদী শাহ্ সুফী হযরত দয়াল বাবা পাগল শাহ্ (রহঃ )-এঁর মাজার পরিচালনা কমিটি গঠন
তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি।
নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের চিন বালাপুরে সৈয়দ বাগদাদী শাহ্ সুফী হযরত দয়াল বাবা পাগল শাহ্ ( রহঃ )-এঁর পবিত্র মাজার পরিচালনা কমিটি গঠন উপলক্ষে গত ০১ এপ্রিল ২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় মাজার প্রাঙ্গনে এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি ব্যবসায়ী মোঃ মাসুদ ভূঁইয়ার সভাপতিত্বে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আশেকান জাকেরান ভক্তবৃন্দদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সর্বসম্মতি মতে মোঃ মাসুদ ভূঁইয়াকে সভাপতি , মোঃ হারুনুর মিয়াকে সাধারণ সম্পাদক , ডাক্তার আব্দুর সাত্তারকে অর্থ সম্পাদক ও আব্দুল মালেক মিয়াকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৪১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী মাজার পরিচালনা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমেঃ- সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক জি এম মতিউর রহমান শাহ্ চিশতী , সহ-সভাপতি মোঃ ইলিয়াস সরকার , সহ অর্থ সম্পাদক জাকির আহম্মদ , সহ সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম , প্রচার সম্পাদক মোঃ হারুন ভূঁইয়া , দপ্তর সম্পাদক মোঃ জাকির হোসেন মোল্লা ও ২৯ জন নির্বাহী সদস্য।
মাজার পরিচালনা কমিটি গঠনের পর এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাজারের প্রধান খাদেম মোঃ মিজানুর রহমান। এ উপলক্ষে ০২ এপ্রিল ২০২৫ ইং তারিখ রোজ বুধবার মাজার পরিচালনা কমিটির অভিষেক ও বাউল গানের আয়োজন করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত