1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়েতে “কুমিল্লা বিভাগ” নামে পরিপত্র জারিপূর্বক প্রশাসনিক কার্যক্রম চালুর দাবি খুলনায় পুলিশ সদস্যদের জন্য আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ ভিজিট করলেন আইজিপি বরিশাল বিভাগের শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের হিসাব রক্ষণ কর্মকর্তার ‘১৭ কোটি টাকার ও সম্পদ কোথা থেকে পেল ঝিনাইগাতীর গারো পাহাড়ে ২১ কিলোমিটার হাফ ম্যারাথন দাকোপের কামারখোলার কালিনগর বাজারে জিয়াউর রহমান পাপুল ভাইয়ের পক্ষ থেকে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ হিরো আলম গ্রেফতারের পর যা বললেন রিয়া মনি নরসিংদী সরকারি হাসপাতালে লাশ আটকে টাকা দাবি: ওয়ার্ড মাস্টারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আঙ্গুল ফুলে কলাগাছ নরসিংদীর শিলমান্দি ইউপি সদস্য সেলিনা আক্তার শেলী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আমলীতলা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে নাবালিকা মাদ্রাসাছাত্রীকে ধানক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ

মৃত্যুর আড়াই মাস পর বাড়িতে আসলো জীবিত অবস্থায় তুফান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। 

দাফনের আড়াই মাস পর ঈদ করতে বাড়ি ফিরে আসলেন তোফাজ্জেল হোসেন তুফান নামে ১৪ বছর বয়সী এক কিশোর। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নিজ বাড়ি থেকে গত ১২ জানুয়ারি নিখোঁজ হন তুফান। নিখোঁজের কয়েকদিন পর গাইবান্ধা সদর হাসপাতাল থেকে ট্রেন দুর্ঘটনায় নিহত একজনের মরদেহ তুফানের ভেবে নিয়ে এসে দাফন করে তার বাবা-মা। কিন্তু বৃহস্পতিবার রাতে প্রায় আড়াই মাস পর হুট করে তুফান ঢাকা থেকে ঈদ করতে বাড়ি ফিরে আসে। সকাল থেকে তুফানকে দেখতে এলাকার মানুষ তার বাড়িতে ভিড় জমায়।তুফান উপজেলার হারদী ইউনিয়নের বৈদ্যানাথপুর গ্রামের সাঈদ হোসেনের ছেলে।এলাকাবাসী জানায়, গত ১২ জানুয়ারি তুফান বাড়ি থেকে রাগ করে চলে যায়। অনেক খোঁজাখুজি করে সন্ধান না পাওয়ায় তার বাবা আলমডাঙ্গা থানায় নিখোঁজের জিডি করেন। নিখোঁজের দুই দিন পর ১৪ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে জানা যায়, গাইবান্ধা রেল স্টেশনে একটি ছেলে ট্রেন দুর্ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। ছেলেটির ছবিও তুফানের মতোই দেখতে। এ সংবাদ পেয়ে তুফানের বাবা সাঈদ হোসেনসহ পরিবারের লোকজন গাইবান্ধা সদর হাসপাতালে যায়। সেখানে চিকিৎসাধীন ৪ দিন থাকার পর তুফানের মতো দেখতে ওই ছেলে মারা যায়। তুফানের বাবাসহ পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে এসে দাফন করে।এ বিষয়ে তুফানের বাবা সাঈদ হোসেন জানান, তুফান বাড়ি থেকে হারিয়ে যাওয়ার পর তাকে না পেয়ে থানায় জিডি করি। দুইদিন পর ফেসবুকে জানতে পারি একটি ছেলের ছবি দিয়েছে। ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে হাসপাতালে ভর্তি আছে। ছবিটি দেখে তুফানের মতো মনে হয়। পরিবারের সকলকে নিয়ে আমরা গাইবান্ধা সদর হাসপাতালে যাই। সেখানে চারদিন চিকিৎসার পর ওই ছেলেটি মারা যায়। আমরা আমাদের ছেলে তুফান মনে করে তার লাশ নিয়ে এসে দাফন করেছি। বৃহস্পতিবার রাতে আমার ছেলে তুফান বাড়িতে ফিরে এসেছে।বাড়ি ফিরে আসা তুফান বলেন, বড় ভাইয়ের ওপর রাগ করে বাড়ি থেকে ঢাকায় চলে আসি। ঢাকার শ্যামলীতে আলমডাঙ্গার কিছু মানুষের সঙ্গে পরিচয় হয়। তাদের সঙ্গে রড মিস্ত্রীর কাজ করতে শুরু করি। রাগ করে এতদিন বাড়িতে যোগাযোগও করিনি। দুই-তিন দিন পর ঈদ। সবাই বাড়িতে চলে আসছে। সেজন্য আমিও বাড়িতে আসছি। বাড়িতে আসার পর জানতে পারি এ ঘটনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট