প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ৬:০০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৫, ৪:০০ পি.এম
নন্দীগ্রামে শিশুসদন ও এতিমখানায় প্রেসক্লাবের খাবার বিতরণ
বগুড়া :
বগুড়ার নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের সাতদিনের কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।শুক্রবার বিকেলে উপজেলার বর্শন নূরানী শিশুসদন ও এতিমখানা চত্বরে ইফতার বিতরণ করেন নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব নজরুল ইসলাম দয়া। এতিমখানা হাফেজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আমিনুল ইসলামের হাতে খাবার তুলে দেওয়া হয়।প্রেসক্লাবের আহবায়ক মো. বকুল হোসেনের ব্যবস্থাপনায় সাতদিনের মানবিক কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নিয়েছেন।উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এমদাদুল হক, সাংবাদিক নাজমুল হাসান আনান, নুরুন নবী ইসলাম, তানসেন আলী মন্টু, সালমির ইসলাম, ভাটগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব রাকিব হোসেন, এতিমখানার শিক্ষক হাফেজ মাওলানা মুছাদ্দিক আলী, হাফেজ মাহিন হোসেন প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত