প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ১২:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৫, ৬:৩৭ এ.এম
ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূল হোতা আটক: কুলাউড়ায় এমন অভিযান প্রয়োজন?
মো: লিয়াকত হোসেন মামুন,মৌলভীবাজার জেলা প্রতিনিধি
ঈদকে সামনে রেখে ট্রেনের টিকিট কালোবাজারি চক্র সক্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের বুকিং সহকারী মোঃ মাজহারুল হক (২৮)-কে কালোবাজারির অভিযোগে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে তার কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধভাবে সংগ্রহ করা ট্রেনের টিকিট জব্দ করা হয়।কালোবাজারির কারণে সাধারণ যাত্রীরা তীব্র দুর্ভোগের শিকার হচ্ছেন। অনেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও টিকিট না পেয়ে হতাশ হচ্ছেন, অথচ এক শ্রেণির অসাধু ব্যক্তিরা মোটা দামে এসব টিকিট বিক্রি করছে।প্রশ্ন উঠছে, কুলাউড়া রেলস্টেশনে এমন কোনো কালোবাজারি চক্র সক্রিয় আছে কি না? এবং কুলাউড়ায় এমন অভিযান চালানো দরকার কি না?
আপনার মতামত জানাতে কমেন্ট করুন। কালোবাজারি চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনারা কী মনে করেন?
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত